করমর্দন বিতর্কে সংবাদ সম্মেলন বাতিল পাকিস্তানের
ভারতের সঙ্গে করমর্দন-বিতর্ক থামছেই না। এশিয়া কাপে সেই ঘটনার জেরে মঙ্গলবার নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। তবে বিতর্ক এড়িয়ে মাঠের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে তারা, বুধবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ ম্যাচের আগের দিন নিয়মমাফিক অনুশীলনে হাজির হয় পাকিস্তান দল।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, 'পাকিস্তান আজ তাদের প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলন আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।'
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)। বোর্ডের দাবি, রোববার ভারতের বিপক্ষে ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আঘাকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন না করেন। অথচ ম্যাচ শেষে দেখা যায়, ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানান।
জিম্বাবুয়ের অভিজ্ঞ পাইক্রফট বুধবারও আমিরাত-পাকিস্তান ম্যাচে দায়িত্বে থাকবেন। তাই পাকিস্তান দলে ক্ষোভ কিছুটা বাড়বেই বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি দুবাইয়ে স্বাগতিকদের হারিয়ে পাকিস্তান সুপার ফোরে ওঠে, তবে রোববার আবারও ভারতের মুখোমুখি হবে দলটি, আর সেখানেই এই করমর্দন বিতর্ক আরও বড় আকার নিতে পারে।
রোববার সাত উইকেটে ভারতের কাছে হার ছিল দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘ বিরতির পর প্রথম মুখোমুখি লড়াই। এর আগে চলতি বছরের মে মাসে সীমান্তে স্বল্পমেয়াদি কিন্তু প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা ফের শুরু হয়।


Comments