অবসর ভেঙে ফিরলেন ডি কক
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর, ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া কুইন্টন ডি কক ফিরেছেন প্রোটিয়া দলে। ৩২ বছর বয়সী এই উইকেটকিপার এবার উভয় সাদা বলের ফরম্যাটে দেশের হয়ে খেলবেন। তার সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন ডোনোভান ফারেইরা ও নতুন উইকেটকিপার সিনেতেম্বা কেশিলে।
পাকিস্তান সফরের জন্য সব-ফরম্যাট দল ঘোষণা করা হয়েছে। অক্টোবরের ১২ থেকে ২৪ তারিখে লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রার সূচনা। টেস্ট অধিনায়ক টেম্বা বাবুমা পায়ের চোটের কারণে অনুপস্থিত থাকবেন; দলের নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম।
টেস্ট স্কোয়াডে বিশেষ নজর কেড়েছেন স্পিনার সিমন হারমার। মার্চ ২০২৩-এর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। সঙ্গে রয়েছেন সেনুরান মুথুসামি ও প্রেনেলান সাবরায়েন। কেশভ মহারাজকে রাখা হয়েছে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য, কারণ তিনি গর্ভের চোট থেকে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন।
আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি এবং ৪-৮ নভেম্বর পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার থাকবেন টি-টোয়েন্টি অধিনায়ক, আর ম্যাথিউ ব্রিটজ নেতৃত্ব দেবেন ওয়ানডে দলে। ১১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে উইন্ডহুকে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেবেন ডোনোভান ফারেইরা।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি হবে দুই দেশের সিনিয়র পুরুষ দলের মধ্যে প্রথম সীমিত-ওভার আন্তর্জাতিক ম্যাচ এবং ২০২৭ সালের বিশ্বকাপের একটি হোস্ট ভেন্যু নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হিসেবেও গুরুত্বপূর্ণ।
টেস্ট স্কোয়াড (পাকিস্তানের বিপক্ষে):
আইডেন মার্করাম, ডেভিড বেডিংহাম, কোরবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জরজি, জুবায়ের হামজা, সিমন হারমার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ*, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সাবরায়েন, কাইল ভেরেইন।
*শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য
টি-টোয়েন্টি স্কোয়াড (পাকিস্তানের বিপক্ষে):
ডেভিড মিলার, কোরবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফারেইরা, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, অ্যান্ডাইল সিমেলানে, লিজাড উইলিয়ামস।
ওয়ানডে স্কোয়াড (পাকিস্তানের বিপক্ষে):
ম্যাথিউ ব্রিটজকে, কোরবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জরজি, ডোনোভান ফারেইরা, ব্জর্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।
টি-টোয়েন্টি স্কোয়াড (নামিবিয়ার বিপক্ষে):
ডোনোভান ফারেইরা, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ব্জর্ন ফোর্টুইন, রেজা হেনড্রিকস, রুবিন হারমান, কুয়েনা মাফাকা, রিভাল্ডো মুনসামি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, অ্যান্ডাইল সিমেলানে, জেসন স্মিথ, লিজাড উইলিয়ামস।


Comments