সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করল আইসিসি

আইসিসির শুনানির পর সূর্যকুমার যাদবকে এমন কোনো মন্তব্য করতে নিষেধ করা হয়েছে যা রাজনৈতিক হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে ভারতের অধিনায়কের ওপর অন্য কোনো শাস্তি আরোপ করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসক্রিকইনফো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালিত শুনানিতে হাজিরা দিতে হয় সূর্যকুমারকে।
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছিল, সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়টি ভারতীয় অধিনায়ক উৎসর্গ করেছিলেন দেশটির সশস্ত্র বাহিনীকে এবং একাত্মতা ঘোষণা করেছিলেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় আক্রান্তদের সঙ্গে।
পিসিবির অভিযোগ ছিল, ক্রিকেট মাঠে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক। একটি মন্তব্যকে ঘিরেই তাদের মূল আপত্তির জায়গা। ওই ম্যাচের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক পর্যায়ে 'অপারেশন সিঁদুর' কথাটি উল্লেখ করেছিলেন সূর্যকুমার।
পেহেলগামে সংঘটিত হামলার জবাব দিতে গত মে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে সামরিক অভিযান চালিয়েছিল ভারত। দেশটির সেনাবাহিনী সেটার নাম দিয়েছিল 'অপারেশন সিঁদুর'।
অন্যদিকে, পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ চলাকালীন মাঠে তাদের অঙ্গভঙ্গি নিয়ে নালিশ জানানো হয়েছে।
সেদিন ব্যাটিংয়ে নেমে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো ভঙ্গি করেন ফারহান। আর ফিল্ডিংয়ের সময় সীমানার কাছাকাছি থাকা রউফ গ্যালারির কিছু দর্শককে উদ্দেশ্য করে হাত দিয়ে বিমান উড়তে উড়তে ভূপাতিত হওয়ার ভঙ্গি করেন। ধারণা করা হচ্ছে, সেসব ঘটনার জন্যই বিসিসিআই অভিযোগ করেছে, যার শুনানি হবে আজ শুক্রবার।
Comments