জাতীয় লিগ টি-টোয়েন্টি

৯ ছক্কায় জয়ের ঝড়ো সেঞ্চুরি

Mahmudul Hasan Joy

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরে নিজেদের অন্য পরিচয় তুলে ধরছেন টেস্ট বিশেষজ্ঞ বলে পরিচিত ব্যাটাররা। আগের দিন সেঞ্চুরি করেছিলেন সাদমান ইসলাম। এবার টেস্টে বিবেচিত আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় করলেন ঝড়ো সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ৬৩ বলে ১১০ রান করেছেন জয়, ৫ চারের সঙ্গে মেরেছেন ৯ ছক্কা। তার ইনিংসে ভর করে ৬ উইকেটে ২১৪ রান করেছে চট্টগ্রাম বিভাগ। ম্যাচ জিতেছে ৯৯ রানে।

টেস্ট বিশেষজ্ঞ আরেক ব্যাটার মুমিনুল হককে নিয়ে ওপেন করতে নামেন জয়। ডান-বাম সমন্বয়ে দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ক্রিকেট। ওভারপ্রতি দশের উপর রান তুলে ৬৩ রানে বিচ্ছিন্ন হন তারা। ১ চার, ৩ ছক্কায় মুমিনুল থামেন ১৯ বলে ৩২ রানে।

এরপর শাহাদাত হোসেন দিপু, সাদিকুর রহমানরা দ্রুত ফিরে গেলেও জয় ছিলেন সাবলীল। ইরফান শুক্কুরের সঙ্গে আরেক জুটি গড়ে উঠে তার। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেন ১২২ রান।

সেঞ্চুরি স্পর্শ করেন ৫৯ বলে, আরও ৪ বল খেলে ১১০ রানে গিয়ে শেষ হয় তার ইনিংস।

জয়ের সৌজন্যে পাওয়া বিশাল পুঁজি নিয়েই ম্যাচ জিতেছে চট্টগ্রাম। বড় লক্ষ্য তাড়ায় মাত্র ১১৫ রানে অলআউট হয়েছে সিলেট বিভাগ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago