বিসিবির পরিচালক বানিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণ!

বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)'র পরিচালনা পর্ষদের নির্বাচনের শেষটায় দেখা গেল বিচিত্র এক কান্ড। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে আবার অপসারণের সিদ্ধান্ত নিল কয়েক ঘণ্টার মধ্যেই।

সোমবার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী বাকি দুজন আসেন  জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)'র মনোনয়নে। তারা পরিচালক হিসেবে মনোনীত করে  দুই ব্যবসায়ী ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে।

তারা আসলে কারা নাম আসার পরই উঠে প্রশ্ন। ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা এই দুই ব্যবসায়ীর পরিচয় অনুসন্ধানে বেরিয়ে আসে ইশফাক বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলেন। চাঁদপুর-২ আসনে  মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে তিনি হেরে যান মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে।

কয়েকটি গণমাধ্যমে এমন খবর আসার পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এটা নিশ্চিত করে বলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের জায়গায় অন্য একজনকে মনোনয়ন দেবে। নতুন মনোনয়নের চিঠি কাল জারি করা হবে।'

আওয়ামী লীগের সঙ্গের পূর্বের সংশ্লিষ্টতা থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও আইনত এমন কোন বিধি নিষেধ। বরং মূলত প্রশ্ন কোন ক্রাইটেরিয়ায় আসলে দুই ব্যবসায়ীকে বিসিবির পরিচালক করা হলো, যাদের সঙ্গে নেই ক্রিকেটের কোন সম্পর্ক।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago