২০২৬ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানসহ বাংলাদেশের ব্যস্ত সূচি

ছবি: বিসিবি

দেশের ক্রিকেটের ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বছরের শুরুতেই পুরো বছরের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করল দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রিত সংস্থাটি।

যদিও ভেন্যুগুলো এখনও চূড়ান্ত হয়নি, তবে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় একটি ইতিবাচক ও বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে ২০২৬ সালে একের পর এক শক্তিশালী দল টাইগারদের ডেরায় পা রাখবে।

শুক্রবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দেশের মাঠে এ বছরের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে লড়বে বাংলাদেশ।

মোট পাঁচটি দেশ পৃথক ছয়টি সফরে বাংলাদেশে আসবে। তিনটি ফরম্যাট মিলিয়ে টাইগাররা খেলবে মোট ২৫টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে টেস্ট চারটি, ওয়ানডে ১২টি ও টি-টোয়েন্টি নয়টি।

সবকটি টেস্ট ম্যাচ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে ম্যাচগুলো আগামী ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিএসএলের কারণে পাকিস্তান দল এ বছর দুই দফায় বাংলাদেশে আসবে, আগামী মার্চ ও মে মাসে। ভারতের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া সিরিজটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে। তাছাড়া, অনেকদিন পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জুন মাসে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।

এর আগে এপ্রিল-মেতে নিউজিল্যান্ডের বিপক্ষেও রয়েছে সাদা বলের সিরিজ। আর ২০২৬ সালের শেষভাগে অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago