প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বিসিবির নিন্দা

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে বর্বোরচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পাঠানো এক বিবৃতিতে লেখা হয়েছে, 'গত বৃহস্পতিবার ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে সংঘটিত সহিংসতা ও ক্ষয়ক্ষতির ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড এই ধরনের ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত উভয় সংবাদমাধ্যমের সাংবাদিক ও কর্মীদের প্রতি সমবেদনা ও সংহতি জানাচ্ছে।'

তারা আরও লিখেছে, 'বিসিবি গণমাধ্যমের প্রতি তাদের শ্রদ্ধা এবং সংবাদপত্রের স্বাধীনতা, পেশাদারিত্ব ও গঠনমূলক সংশ্লিষ্টতার প্রতি নিরবচ্ছিন্ন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করছে। বোর্ড আশা করে যে, দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং উভয় প্রতিষ্ঠান তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবে, যার জন্য তারা সমাদৃত।'

এর আগে এই ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের তিন ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর এই ঘটনাকে পুঁজি করে প্রথম আলো ও ডেইলি স্টারে বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়। ফলে শুক্রবার পত্রিকা দুটি প্রকাশিত হতে পারেনি। শুক্রবার বিকাল থেকে অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। শনিবার বিশেষ ব্যবস্থায় প্রকাশিত হয়েছে ডেইলি স্টার ও প্রথম আলো।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago