পুর্বাচলে হারিয়ে যাওয়া মাটি: তদন্ত কমিটি গঠনের নির্দেশ বিসিবির
পুর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নিয়ে উঠে এসেছে উদ্বেগজনক অভিযোগ। স্টেডিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ মাটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে বিসিবির ভেতরেই আলোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার স্থানটি পরিদর্শন করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তিনি জানান, ঘটনাটি তদন্তে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২,৫০০ কিউবিক ফিট (সিএফটি) মাটির হিসাব পাওয়া যাচ্ছে না।
পাইলট বলেন, 'আমাদের একটি পুরোপুরি স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে, যাতে পুরো ঘটনাটির চিত্র পরিষ্কারভাবে উঠে আসে, কাদের জড়িত থাকা বা না থাকা সবই জানা যায়।'
তিনি জানান, 'আমি জানতে পেরেছি যে পুর্বাচলে প্রায় ২০,০০০ সিএফটি মাটি পৌঁছানোর কথা ছিল। কিন্তু পরিমাপে দেখা গেছে মাত্র ৭,৫০০ সিএফটি আছে। অর্থাৎ প্রায় ১২,৫০০ সিএফটি মাটি নিখোঁজ। বিলেও ২০,০০০ সিএফটি মাটির অর্ডারের উল্লেখ আছে, কিন্তু মাপজোকে পাওয়া গেছে ৭,৫০০। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে।'
সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নেওয়া পাইলট আরও বলেন, তিনি ছয় মাসের মধ্যেই কমিটির কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিতে না পারলে নিজেই পদ ছাড়বেন।
তার ভাষায়, 'তিন থেকে ছয় মাসের মধ্যে যদি দেখি ভালো কাজ ডেলিভার করতে পারছি না, তাহলে নিজেই সরে দাঁড়াবো। আমি এখানে চেয়ারের জন্য আসিনি; ক্রিকেটের উন্নতির জন্য এসেছি।'


Comments