ফিরলেন সৌম্য, বাদ নাঈম, নতুন মুখ অঙ্কন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুইজন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার এবং নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন।
এ বছরের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। মাঝে চোট ও ভিসা জটিলতায় খেলতে পারেননি। অন্যদিকে চোটের শঙ্কা থাকায় এই সিরিজেও নেই লিটন দাস। অন্যদিকে, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন এবারই প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। তিনি একমাত্র নতুন খেলোয়াড় হিসেবে আছেন এই দলে।
আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রতিটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই দুপুর দেড়টায়।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি আনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।


Comments