রেকর্ড ওপেনিং জুটির পরও তিনশো হলো না

Mehidy Hasan Miraz & Nurul Hasan Sohan
ছবি: ফিরোজ আহমেদ

ইনিংসের ২৫ ওভার খেলে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান রেকর্ড গড়া জুটিতে নিয়ে নিলেন ১৭৬ রান, এই জুটি ভাঙার পর ৩২০-৩৩০ রানও মনে হচ্ছিলো খুবই সম্ভব। কিন্তু টানা কয়েকটি উইকেট হারানোর সঙ্গে রানের চাকাও একটা সময় থমকে যায়। শেষ পর্যন্ত তিনশো রানেই আগেই থেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৬ রানের শক্ত পুঁজি পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৯১ রান করেন সৌম্য, সাইফ করেন ৭২ বলে ৮০ রান। দুবার জীবন পেয়ে নাজমুল হোসেন শান্ত করেন ৫৫ বলে ৪৪।

দুই ওপেনার মিলে যেখানে নিয়েছেন ১৭৬, বাকি ৭ জন মিলে যোগ করেন ১২০ রান। ইনিংসের শুরুর ২৫ আর শেষের ২৫ ওভারেও থেকে যায় এমন বৈসাদৃশ্য।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর কয়েক ওভার ছাড়া সাবলীল ছিলেন দুই ওপেনার। উইকেটে বাড়তি বাউন্স ও টার্ন দেখা গেলেও তারা মানিয়ে যান দ্রুত। আগ্রাসী ব্যাট চালিয়ে চার-ছক্কায় দ্রুত বাড়িয়ে নেন রান। 

Saif Hassan & Soumya Sarkar
ছবি: ফিরোজ আহমেদ

৪৫ ইনিংস পর ওয়ানডেতে ওপেনিংয়ে শতরানের দেখা পায় বাংলাদেশ। তাদের লম্বা জুটিতে হয়ে যায় একাধিক রেকর্ড। মিরপুরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি, বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন সৌম্য-সাইফ। 

রোস্টন চেজের বলে ছক্কা মারতে গিয়ে মিড অনে ক্যাচ উঠিয়ে সাইফের বিদায়ে ভাঙে এই জুটি। সাইফ ৭২ বলে ৬টি করে ছক্কা-চারে করেন ৮০। চলতি বছর মাত্র চতুর্থ ওয়ানডেতে খেলার সুযোগ পাওয়া সৌম্য ছিলেন দ্বিতীয় সেঞ্চুরির কাছে, পারেননি এই বাঁহাতি। ৮৬ বলে ৭ চার, ৪ ছক্কায় থামেন ৯১ রান করে। আকিল হোসেনের বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারি লাইনে বিদায় তার। 

সাইফ-সৌম্য থামার পর উল্টো পথে হাঁটা শুরু। ধুঁকতে থাকেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ২৮ রান করতে খেলেহ্ন ৪৪ বল। শান্ত ৪৪ করার পথে দুবার জীবন পান। মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ফেরেন এক অঙ্কের ঘরে। শেষ দিকে নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ করলে তিনশোর কাছে যেতে পারে বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English

Tarique Rahman nears rally venue amid huge welcome

Follow our live coverage as our reporters and photographers are sending real-time updates from different spots

4h ago