টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক

ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে অসহায় হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ। অর্থাৎ আগে ব্যাটিং করবে টাইগাররা।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিডল অর্ডারের বিপর্যয় থামাতে এই সিরিজে দলে নেওয়া হয়েছিল মাহিদুল ইসলাম অঙ্কনকে। প্রথম ওয়ানডে ম্যাচেই অভিষেক হচ্ছে তার। বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে ক্রিকেটার তিনি। 

ছবি: ফিরোজ আহমেদ

এছাড়াও দলে ফিরেছেন সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে আফগানিস্তানের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে ম্যাচ থেকে দুটি পরিবর্তন অনুমিতই ছিল। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডেই ছিলেন না মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। বাদ পড়েছেন শামিম হোসেন পাটোয়ারি ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

Comments

The Daily Star  | English

Tarique Rahman nears rally venue amid huge welcome

Follow our live coverage as our reporters and photographers are sending real-time updates from different spots

5h ago