মাশরাফি ভাই ও তামিম ভাই আমাকে অনেক সমর্থন করছেন: মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব এখনো আতশ কাঁচের নিচে। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে তার বেশ কয়েকটি সিদ্ধান্ত হয় চরম সমালোচিত। ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মিরাজের অধীনে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে কেবল তিনটিতে। নেতৃত্বের শুরু ধাপ মন্দ গেলেও হতাশ নন মিরাজ, জানালেন দেশের দুই সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের কাছ থেকে সমর্থন পাচ্ছেন তিনি।
গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডেতে অধিনায়কত্ব পান মিরাজ। সেই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে তিনি ছিলেন ভারপ্রাপ্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত অধিনায়কত্ব ছেড়ে দিলে এক বছরের জন্য দায়িত্ব পান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইটওয়াশ হওয়ার পর একে একে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে সিরিজ হারে বাংলাদেশ। আফগানদের কাছে চলতি মাসে হয় হোয়াইটওয়াশ। এবার ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারালেও শেষ ম্যাচ ছাড়া দলের পারফরম্যান্স ছিলো বেশ প্রশ্নবিদ্ধ।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ জিতে আসা মিরাজ জানান তার শুরুর সময়টা কঠিন তার জন্য, 'দেখেন আগে একটা কথা বলি আমার কিন্তু এটা নিয়ে আমার তিন নাম্বার সিরিজ চলছে। ওয়েস্ট ইন্ডিজে আমি ক্যাপ্টেনসি করেছি তখন তো আমি (নিয়মিত) অধিনায়ক ছিলাম না। ওই সিরিজে শান্ত অধিনায়ক ছিল। ও ইনজুরি থাকার কারণে আমি অধিনায়কত্ব করেছি। দিনশেষে আমার জন্যই অবশ্যই অনেক কঠিন প্রথম দিকে আমি যখন করেছি (অধিনায়কত্ব)। এখন যত আমি করবো তত আস্তে আস্তে আমি অনেক কিছু লেভেল আপ হবে।'
এরপরই সাবেক দুই অধিনায়কের প্রসঙ্গ টেনে আনেন মিরাজ। জানান মাশরাফি ও তামিমের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে সমর্থন পাচ্ছেন তিনি, 'বাংলাদেশের যারা কিংবদন্তি খেলোয়াড় ছিল, যারা অনেক অধিনায়কত্ব করেছে তারা আমাকে অনেক সাহায্য করছে। এবং সত্যি কথা বলতে তারা পেছন থেকে আমাকে অনেক সমর্থন করছে। বিশেষ করে যারা বাংলাদেশের সফল অধিনায়ক আমি যদি বলি মনে করেন মাশরাফি ভাই তিনি আমাকে অনেক সমর্থন করছে। তামিম ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে এভাবে করলে ভালো হবে, তারা কিন্তু দুইজনই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তারা আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে দুইটা সিরিজে অনেক কিছু হয়েছে, তারা হয়তো কাছ থেকে দেখেছে, অনেক কথা হয়েছে,এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে।'


Comments