নাসিম শাহের বাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য রক্ষা
সোমবার ভোররাতে পাকিস্তান জাতীয় দলের পেসার নাসিম শাহের বাড়িতে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মায়ার এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
মায়ার থানার পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে নাসিমের বাড়ির মূল ফটকে একদল দুর্বৃত্ত একাধিক রাউন্ড গুলি ছোড়ে। গুলির চিহ্ন স্পষ্টভাবে ফটকে দেখা গেছে। তবে হামলার পরপরই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নাসিম শাহের বাড়ির আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা করা হচ্ছে। বরং স্থানীয় কোনো জমি-সংক্রান্ত বিরোধ বা ব্যক্তিগত শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনার পর নাসিম শাহের বাবা জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) তৈমুর খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শাহ পরিবারকে আশ্বস্ত করেছেন, দ্রুতই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাহ পরিবার এলাকাটিতে সম্মানিত এবং তাদের সঙ্গে কারও কোনো বিরোধ আছে বলে জানা যায়নি।
ঘটনার পরও আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকবেন পাকিস্তানের এই তরুণ গতিময় পেসার। আগামী মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিইনফো জানিয়েছে, এ ঘটনায় নাসিমের খেলা বা পরবর্তী জিম্বাবুয়ে অংশগ্রহণে কোনো প্রভাব পড়বে না।
তবে হামলার সময় নাসিমের দুই ছোট ভাই -হুনাইন ও উবায়েদ (দুজনই পেশাদার ক্রিকেটার) বাড়িতে ছিলেন কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।


Comments