দ্বিতীয় টেস্টের আগে সুখবর পেল অস্ট্রেলিয়া

josh hazlewood

আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে দিন-রাতের দ্বিতীয় অ্যাশেজ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলের জন্য বড় সুখবর। চোটাক্রান্ত দুই পেসার জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স মঙ্গলবার নেটে বোলিং অনুশীলন করেছেন।

পার্থে প্রথম টেস্ট শুরুর ছয় দিন আগে শেফিল্ড শিল্ডের ম্যাচে হ্যামস্ট্রিং বা উরুর পেশিতে চোট পাওয়ার পর থেকে হ্যাজলউডকে আর মাঠে দেখা যায়নি।

পার্থে প্রথম টেস্ট মাত্র দুই দিনে জিতে নেয় অস্ট্রেলিয়া, সেই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি হ্যাজেলউড। সেই ম্যাচে তার জায়গায় খেলেছিলেন ব্রেন্ডন ডগেটস।

পিঠের নিচের অংশের দীর্ঘস্থায়ী চোটের কারণে সেই ম্যাচে অনুপস্থিত ছিলেন অধিনায়ক কামিন্সও, তার পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন স্কট বোল্যান্ড।

সিডনির ক্রিকেট নর্থ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সদর দপ্তরে তাসমানিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের শেফিল্ড শিল্ডের ম্যাচ চলাকালীন এই দুই তারকার অনুশীলনের ছবি প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

অনুশীলনে তারা কোন বল ব্যবহার করেছেন, সেটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। কামিন্সকে গোলাপি বলে পুরোদমে বোলিং করতে দেখা গেলেও হ্যাজলউড লাল বলে কিছুটা সতর্কভাবেই অনুশীলন করেছেন।

আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেন টেস্টে হ্যাজলউডের খেলা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। তবে কামিন্স গত সপ্তাহান্তে জানিয়েছিলেন, পার্থের নেটে ভালো সময় কাটানোর পর তার খেলার 'ভালোই সম্ভাবনা' রয়েছে।

অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সাংবাদিকদের জানিয়েছেন, ম্যাচের দিন ঘনিয়ে না আসা পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।

হ্যাজলউড সম্পর্কে ম্যাকডোনাল্ড বলেন, 'আমি জানি সিরিজের কোনো এক পর্যায়ে তাকে পাওয়া যাবে।'

তিনি আরও বলেন, 'সিরিজের কোন পর্যায়ে সে দলের সঙ্গে যুক্ত হতে পারে তা ঠিক করার জন্য আমাদের প্রাথমিক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তবে আমরা আশা করছি সিরিজের কোনো না কোনো অংশে সে অবশ্যই থাকবে।'

তবে কামিন্সের ব্যাপারে কোচ বেশ আশাবাদী, 'অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে এখন মূল কাজ হলো টিস্যুর সহনশীলতা বাড়ানো এবং এটা নিশ্চিত করা যে, তাড়াহুড়ো করতে গিয়ে আমরা যেন তাকে আবার ঝুঁকির মুখে ফেলে না দিই।'

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago