শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম
শামীম হোসেন পাটোয়ারিকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেওয়ার জেরে তৈরি হয়েছিলো বিতর্ক। সরাসরি নির্বাচকদের সঙ্গে মতবিরোধ সামনে এনেছিলেন অধিনায়ক লিটন দাস। রান না পাওয়ায় বাদ পড়া সেই শামীম শেষ টি-টোয়েন্টির দলে কিছু না করেই ফিরে এলেন।
রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াড দিয়েছেন নির্বাচকরা। তাতে কাউকে বাদ দেওয়া হয়নি, যুক্ত করা হয়েছে শামীমকে। শামীমকে ফেরানোর কোন ব্যাখ্যাও দেননি নির্বাচকরা। এতে করে তাকে শুরুতে বাদ দেওয়া ফের প্রশ্নবিদ্ধ হলো।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হারে বাংলাদেশ৷ দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট জিতে ফেরে সমতায়। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর আড়াইটায় হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।
প্রথম দুই ম্যাচে খেলে ব্যর্থ হন জাকের আলি ও নুরুল হাসান সোহান। শামীমের বদলে দলে নেওয়া মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলানো হয়নি। ফলে দলে আসা শামীম যে শেষ ম্যাচে একাদশে খেলছেন তা এক রকম নিশ্চিত।
শেষ ম্যাচের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শাক মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোহাম্মদ শাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী।


Comments