আগ্রাসী ব্যাটিং অ্যাপ্রোচের প্রতি সমর্থন জানালেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

উইকেট পড়তে থাকল একের পর এক। আগ্রাসী শট খেলতে গিয়ে সাজঘরে ফিরতে থাকলেন ব্যাটাররা। তবে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন এলো না কোনো। ১২৪ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হারার পর সাকিব আল হাসান বললেন, একই ধাঁচেই আগামীতে খেলবেন তারা। টি-টোয়েন্টিতে ভালো দল হতে হলে এভাবেই খেলা উচিত বলেও উল্লেখ করলেন টাইগার অধিনায়ক।

শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং উপযোগী উইকেটে তাদের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্য ৩৬ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে সফরকারীরা। এদিন হারলেও আগের দুই ম্যাচ জেতায় সিরিজ ঘরে তোলা আগেই নিশ্চিত হয়েছিল স্বাগতিকদের।

ছয়জন স্বীকৃত ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ দল। তাদের কেউই বোল্ড, এলবিডব্লিউ বা অন্য কোনো কায়দায় বিদায় নেননি, সবাই মারতে গিয়ে ক্যাচ আউট হন। একমাত্র শামীম হোসেন পাটোয়ারিই থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেন। ডিপ স্কয়ার লেগে সীমানার কাছে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন ৫১ রান। ৪২ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছক্কা। তার কল্যাণেই একশ পেরিয়েছিল টাইগারদের সংগ্রহ।

ব্যাটিং ভালো না হওয়ার কথা স্বীকার করলেও ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগ্রাসী অ্যাপ্রোচের পক্ষেই যুক্তি দেন সাকিব, 'আমি মনে করি, আমরা ভালো ব্যাট করিনি। আমরা উইকেট হারাতে থেকেছি। তবে আমরা যেভাবে ক্রিকেট খেলতে চাই, সেখানে এরকমটা হতে পারে। যদি আমরা একই (আগ্রাসী) অ্যাপ্রোচ চালিয়ে যেতে চাই, কোনো কোনো দিন এটা কাজে না-ও লাগতে পারে। আজ তেমনই একটা দিন।'

শুরুতে দ্রুত কয়েকটি উইকেট পড়ার পর কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করা যেত কিনা জানতে চাইলে তিনি বলেন, 'না, আমাদের অ্যাপ্রোচ আমি পরিবর্তন করতে চাই না। যদি আমরা একটি ভালো দল হতে চাই, আমাদের এভাবেই খেলা উচিত। আর  একদম এটাই আমরা করতে চাই। কিছু ম্যাচে এটা সুফল দেবে, কিছু ম্যাচে আমরা ব্যর্থ হব। কিন্তু এভাবেই খেলতে হবে।'

প্রতিপক্ষের পারফরম্যান্সকে কৃতিত্ব দেন বাংলাদেশ অধিনায়ক, 'সত্যি বলতে, ইংল্যান্ডের বিপক্ষে (টি-টোয়েন্টি) সিরিজ থেকে শুরু করে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। একই কায়দায়, একই মনোভাব ও একই তাড়না নিয়ে আমরা (আয়ারল্যান্ডের বিপক্ষে) মাঠে নেমেছি। দুটি খুব ভালো ম্যাচ খেলেছি। আজ আমাদের দিন ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হয় তাদের খেলার ধরনের কারণে। তারা আমাদেরকে চাপে ফেলছে। আজ তাদের দিন ছিল।'

Comments

The Daily Star  | English

Yunus returns home completing 4-day Japan tour

A flight of Singapore Airlines, carrying the CA landed at Hazrat Shahjalal International Airport at 12:15am on Sunday

22m ago