বাংলাদেশের বিদায়, ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে পেরে না উঠে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অপরাজিত থাকলেও ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার দুবাইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা। ফলে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল টাইগার যুবাদের।
বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে তারা। মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় আগের দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের ইনিংস। সর্বোচ্চ ৩৩ রান করেন আট নম্বরে নামা সামিউন বশির। পাকিস্তানের হয়ে আব্দুল সুবহান মাত্র ২০ রানে ৪ উইকেট নিয়ে ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইনে।
১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দাপুটে ব্যাটিং উপহার দেয়। ওপেনার সামির মিনহাসের ৫৭ বলে অপরাজিত ৬৯ রানের ওপর ভর করে ৬৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
দিনের অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। যুব এশিয়া কাপের ইতিহাসে এ নিয়ে দশমবারের মতো ফাইনালে উঠল রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত।


Comments