হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে দেশের মানুষ। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ সমবেত হন।
হাদি আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাদিকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন হৃদয়। তিনি লিখেছেন, হাদি যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করেছিলেন, সেখানে বীরের বেশে কোটি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে এক পরম সৌভাগ্যবান হিসেবে তিনি বিদায় নিয়েছেন।
হৃদয়ের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, 'যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।
বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।'
জানাজা শেষে বিকালে হাদির দাফন সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে।


Comments