এশিয়া কাপ ২০২৫

হৃদয়ের জায়গা নিয়ে প্রশ্ন, বাংলাদেশের বিকল্প ভাবনা!

towhid hridoy
ছবি: একুশ তাপাদার

'এখানের উইকেট বল করা খুব মজা', অনুশীলন মাঠে ঢুকতে ঢুকতে সাইফ হাসানকে বলছিলেন নাসুম আহমেদ। সাইফ অবাক হলেন, 'তাই!' কোন উইকেটে কেমন বল করা দরকার এসব নিয়ে সাইফের মাথা ঘামানোর কারণ দলে তার ভূমিকা। যে ভূমিকার কারণে তাওহিদ হৃদয়ের ছন্দহীনতার পরিস্থিতিতে তিনি কিছুটা এগিয়ে। 

খুব দীর্ঘ বা তীব্র না, মোটামুটি মাঝারি গোছের নেট করে তাওহিদ হৃদয় ফিরলেন টেন্টে। চ্যালেঞ্জিং আবহাওয়ায় ঘেমেনেয়ে একাকার হয়ে ক্লান্ত শরীরের সঙ্গে চিন্তার রেখাও ফুটে উঠল। সতীর্থ তানজিম হাসান সাকিবের সঙ্গে ভাগ করছিলেন ব্যাট করার সময়ের অভিজ্ঞতা। 

ডানহাতি হৃদয় খুব চাপে আছেন নির্দ্বিধায় বলা যায়। টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে তার ব্যাটে ফিফটি নেই। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সর্বশেষ যে ইনিংস খেলেছেন সেটা তার একাদশে থাকার জায়গায় বড় প্রশ্ন তৈরি করেছে। সাদামাটা ডাচ স্পিনারদের বলে খাবি খেয়ে ১৪ বলে ৯ রান করে আউট হন তিন তিনি। 

এর আগে পাকিস্তান বা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও তাকে ঠিক সাবলীল মনে হয়নি। টপ অর্ডারের এনে দেওয়া ভালো শুরু মিডল অর্ডারে মোমেন্টাম হারিয়ে ফেলার পেছনে তার খোলসবন্দি অ্যাপ্রোচেরও দায়। 

মঙ্গলবার আবুধাবির ওভাল-১ অনুশীলন গ্রাউন্ডে বাংলাদেশ দলের স্কিল অনুশীলন শুরু হয় সূর্য ডুবে যাওয়ার পর, তাপ তখন কমে গিয়ে কিছুটা সহনীয় পরিবেশ। আবহাওয়ার সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হয়, কীভাবে মাংসপেশিকে সবল রাখা যায় এই নিয়ে এসব কন্ডিশনিং কোচের কার্যক্রমের পর শুরু হয় স্কিল অনুশীলন।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল নেট বোলারদের ডেকে নিতে এসে জিজ্ঞেস করেন, সেরা পেসার কে এখানে? একজন ডানহাতি, আরেকজন বাঁহাতি লাগবে। বাঁহাতি নেট বোলার ইউনূস আলি আবার বাংলাদেশের কুমিল্লা থেকে এসে আবুধাবিতে থিতু হয়েছেন, স্বপ্ন দেখছেন সংযুক্ত আরব আমিরাতের হয়ে নামার। তিনি সোৎসাহে ছুটে গেলেন। 

দুই ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস নামলেন শুরুতে। আরেক নেটে পরে জাকের আলি অনিকের সঙ্গে দেখা গেল হৃদয়কে। সাইফও নামলেন এদের পর পরই। 

প্রধান কোচ, সহকারী কোচরা যখন বাকিদের নিয়ে ব্যস্ত কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে কিপিং অনুশীলন করাতে সাহায্য করছিলেন ম্যানেজার নাফীস। সোহান নেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন একদম শেষ দিকে। তিনি যে একাদশের চিন্তায় নেই এটা স্পষ্ট। 

মূলত মিডল অর্ডারে তিনটা জায়গায় চারজনের লড়াই দেখা যাচ্ছে। জাকের আলিকে নিয়ে প্রশ্ন নেই, তার থাকা নিশ্চিত। শামীম হোসেন পাটোয়ারি, হৃদয় আর সাইফের মধ্যে দুজন থাকবেন। অন্তত প্রথম ম্যাচে বাদ পড়া  ব্যক্তির নাম হৃদয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট। 

তিন পেসার আর দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণের ছকও অনুমিত। সেখানে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ থাকছেন। তৃতীয় পেসার হিসেবে লড়াইয়ে তিনজন- শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন আর তানজিম হাসান সাকিব। এদের সবাই একাধিক স্পেলে কাজ করেছেন। 

অধিনায়ক লিটন আর কোচ ফিল সিমন্স মিলে পরে লম্বা একটা মিটিংয়ের মতন হয়ে গেল মাঠের আরেক পাশে। একাদশে যে দু'একটা জায়গা নিয়ে প্রশ্ন সেই সমাধান হয়ত করে নিলেন তারা। 

প্রথম ম্যাচের আগে আরেকটি অনুশীলন সেশন পাচ্ছে বাংলাদেশ দল। বুধবার স্থানীয় সময় রাত ৮টায় শুরু এই সেশনে আগের দিনের মতন তীব্রতা নাও থাকতে পারে। 

অনুশীলন সেরে বেরিয়ে যাওয়ার সময় আফগানিস্তান-হংকং ম্যাচের খোঁজ নিচ্ছিলেন লিটন। আবুধাবির উইকেটের আচরণ কেমন হবে, একাদশ আর পরিকল্পনা সাজাতে এই তথ্য বেশ জরুরি। 

 

Comments

The Daily Star  | English

The job no one claps for

Women’s unpaid household and care work sustains the nation, yet remains invisible

45m ago