অ্যাডিলেডে হারেও ইতিবাচক দিক খুঁজছেন স্টোকস
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও সেই ম্যাচ থেকেই ইতিবাচক দিকগুলো আঁকড়ে ধরতে চান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে জয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি ধরে রাখার বিষয়টি নিশ্চিত করেছে অজিরা। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের ভালো পারফরম্যান্স স্টোকসকে আশাবাদী করে তুলেছে।
স্টোকসের মতে, অ্যাডিলেডের এই সপ্তাহে কিছু ক্রিকেটার নিজেদের সম্পর্কে অনেক কিছু শিখেছেন। তার ভাষায়, 'আমার মনে হয়, এই সপ্তাহে কিছু ব্যক্তি নিজেদের সম্পর্কে এক-দুই সপ্তাহ আগের তুলনায় অনেক বেশি শিখেছে। এই ম্যাচ থেকে নেওয়ার মতো অনেক ইতিবাচক দিক আছে, যেগুলো আমরা শুধু সিরিজের বাকি দুই ম্যাচেই নয়, ভবিষ্যতের ক্রিকেটেও কাজে লাগাতে পারি।'
উচ্চচাপের মুহূর্তে কয়েকজন খেলোয়াড় দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেন ইংল্যান্ড অধিনায়ক, 'কিছু খুব চাপের সময়েও আমাদের ছেলেরা মাঠে নেমে দারুণভাবে দাঁড়িয়েছে। এই সপ্তাহে তারা নিজেদের সম্পর্কে আরও কিছু জেনেছে।' তবে একই সঙ্গে স্বীকার করেন, পরাজয়ের আবেগ কাটিয়ে ইতিবাচকভাবে ভাবা এখনই সহজ নয়।
পুরো সিরিজ জুড়ে সংগ্রামে থাকা ইংল্যান্ড দলকে অস্ট্রেলিয়ার কন্ডিশনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবু অ্যাডিলেডে ৮২ রানের হার সত্ত্বেও এই পারফরম্যান্সে এক ফোঁটা আশার আলো দেখছেন স্টোকসরা। কারণ, অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের শেষ টেস্ট জয়ের স্মৃতি ফিরে যেতে হয় ২০১১ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে, যেটি জিতে তারা সেবার ৩-১ ব্যবধানে অ্যাশেজ জিতেছিল।
স্টোকস আরও বলেন, 'এখন অনেক বেশি স্পষ্টতা এসেছে, ব্যাট করতে নামার সময় বা বোলিংয়ে আসার সময় ঠিক কী দরকার, কীভাবে সেটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু মাঠে গিয়ে সেটার বাস্তব প্রয়োগই আসল। যদি সেটা যথেষ্ট ভালোভাবে বা দীর্ঘ সময় ধরে করা না যায়, তাহলে শাস্তি পেতেই হয়।'


Comments