১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের জয়, মেলবোর্নে দুই দিনেই এলো ফল
পেসারদের দাপটে প্রথম দিনেই দুই দলের একটি করে ইনিংস শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনেও বজায় থাকল পেসের সেই ঝাঁজ, আর তাতেই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ভাগ্য। সিরিজ হার নিশ্চিত হওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেল ইংল্যান্ড। অজিদের ডেরায় দীর্ঘ ১৫ বছর পর টেস্ট জিতল ইংলিশরা।
শনিবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনেই ফলাফল চলে এসেছে। অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ১৭৫ রানের লক্ষ্য বেন স্টোকসের দল তাড়া করেছে দ্রুতগতিতে, ৩২.২ ওভারেই পৌঁছে গেছে জয়ের বন্দরে। যদিও লক্ষ্যে পৌঁছাতে ৬ উইকেট হারাতে হয়েছে তাদের। অস্ট্রেলিয়ার মাঠে ইংল্যান্ড সর্বশেষ জিতেছিল ২০১১ সালে সিডনিতে। এরপর ১৬টি হার ও দুই টেস্ট ড্র করলেও জয়ের দেখা পায়নি তারা।
এই জয় মূলত সান্ত্বনা হয়েই থাকছে স্টোকসদের জন্য। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ইতোমধ্যে ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে অজিরা।
জশ টংয়ের তোপে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৫২ রানে আটকে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। মাইকেল নেসার, স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্কের সম্মিলিত আক্রমণে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে খুব একটা এগোতে দেননি ব্রাইডন কার্স ও বেন স্টোকসরা। ১৩২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে এবার দাপট দেখান কার্স।
১৭৫ রানের লক্ষ্যে নেমে দারুণ সূচনা পায় ইংল্যান্ড। লো-স্কোরিং ম্যাচে দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি মিলে গড়েন ৫১ রানের জুটি। ২৬ বলে ৩৪ রান করে ডাকেট বিদায় নেওয়ার পর দ্রুত ফেরেন তিনে নামা কার্স। তবে জ্যাকব বেথেলকে নিয়ে জয়ের ভিত গড়ে দেন ক্রলি। ১১২ রানে যখন ব্যক্তিগত ৩৭ করে ক্রলি ফিরছেন, তখন ইংল্যান্ড জয়ের সুবাস পাচ্ছে। বেথেল ৪৬ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলে বোল্যান্ডের শিকার হন। জো রুট ও বেন স্টোকস দ্রুত বিদায় নিলেও হ্যারি ব্রুক (১৮*) ও জেমি স্মিথ বাকি কাজটুকু সহজেই সেরে ফেলেন।


Comments