‘কিশোর’ সূর্যবংশীর আরও এক রেকর্ড
বড়দের ক্রিকেটে পা রাখার পর থেকে বিস্ময়ে জন্ম দিতে থাকা বৈভব সূর্যবংশী গড়লেন আরও এক রেকর্ড। এতদিন টি-টোয়েন্টিতে আলো ছড়ানো এই ব্যাটার এবার ইতিহাস গড়লেন ৫০ ওভারের ক্রিকেটেও।
১৪ বছর ২৭২ দিন বয়সে বৈভব সেঞ্চুরি করে লিস্ট-এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির উদ্বোধনী দিনে তিনি এই কৃতিত্ব দেখান। ২০২৪ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে অভিষেকের পর এটি ছিল তার মাত্র সপ্তম লিস্ট-এ ম্যাচ।
রাঁচিতে প্লেট লিগের একটি ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলে সূর্যবংশী মাত্র ৩৬ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন। সিনিয়র ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে এটিই ছিল তার প্রথম সেঞ্চুরি।
সেঞ্চুরির পর মাত্র ৫৯ বলে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের রেকর্ডও গড়েন। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে তিনি আউট হন, যেখানে ছিল ১৬টি চার এবং ১৫টি ছক্কা।
সূর্যবংশী ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াডে থাকার দৌড়ে রয়েছেন। চলতি মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তিনি ৯৫ বলে ১৭১ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে তিনি যুব ওয়ানডেতে অম্বাতি রায়ডুর দীর্ঘদিনের ভারতীয় রেকর্ড (২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান) ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
১৫টি যুব ওয়ানডেতে সূর্যবংশীর গড় ৫১.১৩, যেখানে ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে তার দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।
গত মাসে দোহায় 'রাইজিং স্টার্স এশিয়া কাপে' সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলার পথে তিনি পুরুষদের টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র পক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। সেদিন তিনি মাত্র ৩২ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন, যা সব ধরনের পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি।
সেই টুর্নামেন্টের পরপরই সূর্যবংশী সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হন। চলতি মাসের শুরুতে কলকাতায় মহারাষ্ট্রের বিপক্ষে তিনি ৬১ বলে অপরাজিত ১০৮ রান করেছিলেন।
২০২৫ সাল সূর্যবংশীর জন্য একটি অভাবনীয় সাফল্যের বছর। মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পান, এরপর তিনি রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিপক্ষে ১০১ (৩৮ বলে) রান করে আইপিএল ইতিহাসের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হন। আইপিএল ২০২৫-এ তিনি সাতটি ম্যাচ খেলে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেন।
আইপিএলের পর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব ক্রিকেটেও তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বিশেষ করে ইংল্যান্ড সফরটি ছিল অত্যন্ত ফলপ্রসূ, যেখানে তিনি ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান সংগ্রহ করেন।
ধারণা করা হচ্ছে, বিজয় হাজারে ট্রফির প্রথম কয়েকটি ম্যাচ খেলেই সূর্যবংশী ভারতের অনূর্ধ্ব-১৯ দলে যোগ দেবেন। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ে রওনা হওয়ার আগে বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবেন এই ব্যাটার।


Comments