ছিটকে গেলেন আর্চার, অ্যাশেজে আরও ধাক্কা ইংল্যান্ডের

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র জোফরা আর্চার। বুধবার সাইড স্ট্রেনের চোটে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাটসম্যান অলি পোপকেও।

প্রথম তিন টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে কার্যকর বোলার ছিলেন আর্চার। ৮০ ওভার বল করে তুলে নিয়েছেন ৯ উইকেট। তার অনুপস্থিতিতে বড় শূন্যতা তৈরি হয়েছে ইংলিশ আক্রমণে। আর্চারের জায়গায় দলে ঢুকেছেন গাস অ্যাটকিনসন। জশ টাং, ব্রাইডন কার্স ও অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে মিলেই পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন তিনি। স্পিন বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে উইল জ্যাকসকে।

সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের জন্য এটি বড় ধাক্কা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে অন্তত সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে তারা। এরই মধ্যে হাঁটুর চোটে পেসার মার্ক উডকে হারিয়েছে ইংল্যান্ড, যিনি পুরো সফরে মাত্র ১১ ওভার বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন।

ব্যাটিং বিভাগেও এসেছে পরিবর্তন। তিন নম্বরে ব্যর্থতার খেসারত দিয়ে দল থেকে বাদ পড়েছেন অলি পোপ। তার জায়গায় সুযোগ পেয়েছেন জ্যাকব বেথেল, এটাই একাদশের একমাত্র অন্য পরিবর্তন। বিতর্কিত একটি ভিডিওতে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝামাঝি সময়ে বেন ডাকেটকে মদ্যপ অবস্থায় দেখা গেছে, এমন গুঞ্জন থাকলেও ওপেনার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জশ টাং।

Comments

The Daily Star  | English
Khaleda Zia contribution to Bangladesh democracy

A leader who strengthened our struggle for democracy

Khaleda Zia leaves behind an enduring legacy of service.

13h ago