চোট নিয়েই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

jofra archer
ছবি: এএফপি

বাম পাশের পেশির চোটে অ্যাশেজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন গতি তারকা জফরা আর্চার। মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার জশ টাং।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টে ইংলিশদের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। বিশ্বকাপে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে এক গ্রুপে আছে ইংল্যান্ড।  

চলতি মাসের শুরুতে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে চোট পান আর্চার। সেই চোট থেকে সেরে উঠতে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। সুস্থতার প্রক্রিয়ায় থাকায় আগামী মাসে শ্রীলঙ্কায় হতে যাওয়া প্রস্তুতি সফরে দলের সঙ্গে থাকছেন না এই পেসার।

২২ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজের জন্য আর্চারের স্থলাভিষিক্ত করা হয়েছে ব্রাইডন কার্সকে।

এদিকে প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন জাক ক্রাউলি। ২০২৩ সালের ডিসেম্বরের পর এই প্রথম সাদা বলের ক্রিকেটে ডাক পেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের ইংল্যান্ড দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড এবং ব্রাইডন কার্স (শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য)।

শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও লুক উড।

Comments