দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি

ছবি: এএফপি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি মঙ্গলবার চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। 'সি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও নবাগত ইতালি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশ কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। অনুমিতভাবে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 'এ' গ্রুপে তাদের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। উদ্বোধনী দিনে ভারত আর পাকিস্তানও খেলতে নামবে। কলম্বোতে (এসএসসি) নেদারল্যান্ডসকে মোকাবিলা করবে পাকিস্তান, মুম্বাইয়ে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর হবে শিরোপা নির্ধারণী লড়াই।

৩০ দিনব্যাপী বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৫৫টি। খেলা হবে মোট আটটি ভেন্যুতে। ভারতের পাঁচটি ভেন্যু হলো আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার তিনটি ভেন্যু হলো কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়াম (আরপিসি), কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড (এসএসসি) ও ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম।

গ্রুপ:
গ্রুপ 'এ'— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ 'বি'— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ 'সি'— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ 'ডি'— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ পর্বের সূচি:

তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ) ভেন্যু
৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস সকাল ১১টা ৩০ মিনিট কলম্বো (এসএসসি)
৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা
৭ ফেব্রুয়ারি ভারত-যুক্তরাষ্ট্র সন্ধ্যা ৭টা ৩০ মিনিট মুম্বাই
৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-আফিগানিস্তান সকাল ১১টা ৩০ মিনিট চেন্নাই
৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নেপাল বিকাল ৩টা ৩০ মিনিট মুম্বাই
৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড সন্ধ্যা ৭টা ৩০ মিনিট কলম্বো (আরপিএস)
৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালি সকাল ১১টা ৩০ মিনিট কলকাতা
৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে-ওমান বিকাল ৩টা ৩০ মিনিট কলম্বো (এসএসসি)
৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-কানাডা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট আহমেদাবাদ
১০ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস-নামিবিয়া সকাল ১১টা ৩০ মিনিট দিল্লি
১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত বিকাল ৩টা ৩০ মিনিট চেন্নাই
১০ ফেব্রুয়ারি পাকিস্তান-যুক্তরাষ্ট্র সন্ধ্যা ৭টা ৩০ মিনিট কলম্বো (এসএসসি)
১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান সকাল ১১টা ৩০ মিনিট আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড বিকাল ৩টা ৩০ মিনিট কলম্বো (আরপিএস)
১১ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট মুম্বাই
১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-ওমান সকাল ১১টা ৩০ মিনিট ক্যান্ডি
১২ ফেব্রুয়ারি নেপাল-ইতালি বিকাল ৩টা ৩০ মিনিট মুম্বাই
১২ ফেব্রুয়ারি ভারত-নামিবিয়া সন্ধ্যা ৭টা ৩০ মিনিট দিল্লি
১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সকাল ১১টা ৩০ মিনিট কলম্বো (আরপিএস)
১৩ ফেব্রুয়ারি কানাডা-সংযুক্ত আরব আমিরাত বিকাল ৩টা ৩০ মিনিট দিল্লি
১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস সন্ধ্যা ৭টা ৩০ মিনিট চেন্নাই
১৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড-ওমান সকাল ১১টা ৩০ মিনিট কলম্বো (এসএসসি)
১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা
১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট আহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-নেপাল সকাল ১১টা ৩০ মিনিট মুম্বাই
১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-নামিবিয়া বিকাল ৩টা ৩০ মিনিট চেন্নাই
১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান সন্ধ্যা ৭টা ৩০ মিনিট কলম্বো (আরপিএস)
১৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত সকাল ১১টা ৩০ মিনিট দিল্লি
১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-ইতালি বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা
১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-কানাডা সকাল ১১টা ৩০ মিনিট চেন্নাই
১৭ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে বিকাল ৩টা ৩০ মিনিট ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট মুম্বাই
১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত সকাল ১১টা ৩০ মিনিট দিল্লি
১৮ ফেব্রুয়ারি পাকিস্তান-নামিবিয়া বিকাল ৩টা ৩০ মিনিট কলম্বো (এসএসসি)
১৮ ফেব্রুয়ারি ভারত-নেদারল্যান্ডস সন্ধ্যা ৭টা ৩০ মিনিট আহমেদাবাদ
১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ-ইতালি সকাল ১১টা ৩০ মিনিট কলকাতা
১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে বিকাল ৩টা ৩০ মিনিট কলম্বো (আরপিএস)
১৯ ফেব্রুয়ারি আফগানিস্তান-কানাডা সন্ধ্যা ৭টা ৩০ মিনিট চেন্নাই
২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ওমান সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ক্যান্ডি

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago