টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Aiden Markram
ছবি: সংগ্রহ।

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুক্রবার ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই দলের নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটার এইডেন মার্করাম।

ঘোষিত এই দলে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক, যিনি সম্প্রতি অবসরের সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। এছাড়া, চোট কাটিয়ে দলে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া।

দক্ষিণ আফ্রিকার এবারের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। মার্করাম ও ডি ককের সঙ্গে থাকছেন টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার ও ডনোভান ফেরেইরা। অন্যদিকে, পেস আক্রমণে প্রোটিয়ারা ভরসা রাখছে কাগিসো রাবাদা, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিডি, করবিন বশ ও নরকিয়ার ওপর।

দলের প্রধান স্পিনার হিসেবে থাকছেন কেশব মহারাজ। তাকে সহায়তা করবেন জর্জ লিন্ডে। পাশাপাশি অধিনায়ক মার্করাম ও ফেরেইরা প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন।

আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 'ডি' গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

প্রোটিয়ারা এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও গত আসরে তারা ফাইনালে খেলেছিল। তবে রোমাঞ্চকর ফাইনালে ভারতের কাছে অল্প ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ ও আনরিখ নরকিয়া।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago