ভারতে আমাদের দলকে পাঠানো নিরাপদ বোধ করছি না: বুলবুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে অনুষ্ঠেয় এই বৈশ্বিক টুর্নামেন্টে জাতীয় দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা স্পষ্টভাবে জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে দল পাঠাতে স্বস্তি বোধ করছে না বোর্ড।

এই অবস্থানেরই প্রতিফলন হিসেবে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিসিবি সভাপতির এই মন্তব্য এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে হঠাৎ করে বাদ দেওয়ার ঘটনার পরপরই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্দেশে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়, যা 'ফোর্স মেজর' হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ চোট বা খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিসিবির উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, 'আপনারা জানেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রিকেট বোর্ডের সব পরিচালককে নিয়ে আমরা দুটি বৈঠক করেছি। বর্তমান সময়ে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানো নিরাপদ বলে আমরা মনে করছি না।'

তিনি আরও বলেন, 'এ কারণেই আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং সেখানে আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছি। আমাদের কাছে নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। আমরা আইসিসিকে ই–মেইল পাঠিয়েছি এবং আশা করছি, খুব শিগগিরই তারা আমাদের সঙ্গে বৈঠকে বসতে চাইবে, যেখানে আমরা সরাসরি আমাদের উদ্বেগের কথা জানাতে পারব।'

পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়টি আইসিসির জবাবের ওপর নির্ভর করবে বলেও জানান বিসিবি সভাপতি, 'আমরা এখনো জানি না আইসিসির কাছ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসবে। তবে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি, তা এমপিওর (মাল্টি পার্টিসিপেশন অবলিগেশন) মধ্যেই রয়েছে। যেহেতু এটি আইসিসির টুর্নামেন্ট, তাই আমরা বিসিসিআইয়ের সঙ্গে নয়, সরাসরি আইসিসির সঙ্গেই যোগাযোগ করছি।'

Comments