লিভারপুলের সবচেয়ে বড় উদ্বেগের নাম হবে রিয়াল: আনচেলত্তি

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ইতিহাস ভীষণ সমৃদ্ধ। অতীতে বহু তারকা ক্লাব দুটির হয়ে মাঠ মাতিয়েছেন। বর্তমানেও তাদের প্রতিনিধিত্ব করছেন সময়ের সেরা ফুটবলারদের অনেকে। তারাও একসময় ছেড়ে যাবেন এই ঠিকানা, কিন্তু বিস্ময়কর কিছু না ঘটলে ঠিকই টিকে থাকবে রিয়াল ও লিভারপুল। তাই মুখোমুখি লড়াইয়ে কোনো নির্দিষ্ট খেলোয়াড় না, বরং এই দুই ক্লাবের নামই সবচেয়ে বড় প্রভাব রাখবে বলে মনে করেন কার্লো আনচেলত্তি।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামবে রিয়াল। গতবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরস্পরকে মোকাবিলা করলেও এবার আসরের শেষ ষোলোতে দেখা হচ্ছে তাদের। প্যারিসে অনুষ্ঠিত ওই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে এটি ছিল তাদের রেকর্ড ১৪তম শিরোপা। ইংলিশ ক্লাব লিভারপুলের নামের পাশে রয়েছে ছয়টি শিরোপা।

আনচেলত্তির দৃষ্টিতে, অনুষ্ঠেয় হাইভোল্টেজ দ্বৈরথে লিভারপুলের সবচেয়ে বড় উদ্বেগের নাম হবে রিয়াল, একইভাবে রিয়ালও চিন্তিত থাকবে লিভারপুলকে নিয়ে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের কোচ বলেছেন, 'আমি বলব যে তাদের সবচেয়ে বড় উদ্বেগের নাম হবে রিয়াল মাদ্রিদ। আমি নির্দিষ্ট একজন খেলোয়াড়ের নাম বলতে পারব না। মাদ্রিদ চিন্তিত লিভারপুলকে নিয়ে, আর লিভারপুল চিন্তিত মাদ্রিদকে নিয়ে।'

চোট কাটিয়ে লা লিগার শিরোপাধারীদের স্কোয়াডে ফিরেছেন করিম বেনজেমা। এই ফরাসি স্ট্রাইকার শুরুর একাদশে থাকবেন, নিশ্চিত করেছেন আনচেলত্তি, 'তাকে ভালো অবস্থায় দেখা যাচ্ছে এবং সে শুরু থেকে খেলবে। সেসহ আমরা বাকিরা সবাই চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে যেতে আগ্রহী। গত বছরের স্মৃতি এখনও আমাদের মনে তরতাজা।'

অসুস্থতার কারণে টনি ক্রুস ও আহেলিয়া চুয়ামেনিকে অবশ্য পাচ্ছে না রিয়াল। ফলে মাঝমাঠ দখলে অভিজ্ঞ লুকা মদ্রিচের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভার্দে ও দানি সেবায়োসের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে। ইতালিয়ান কোচ আনচেলত্তি ভরসা রাখছেন তাদের ওপর, 'আমরা এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এটি জোরপূর্বক একটি পরিবর্তন যা আমরা আশা করিনি। এটি এখন ঘটছে এবং আমাদের তাতে অভ্যস্ত হতে হবে। যদিও আমি চিন্তিত নই কারণ, চুয়ামেনি বা ক্রুসের পরিবর্তে যারা দলে এসেছে, সেই ছেলেদের নিয়েও আমরা ভালো খেলেছি। স্কোয়াডের প্রতি আমাদের অগাধ আস্থা আছে।'

সাত মাসের ব্যবধানে ফের লিভারপুলকে মোকাবিলা করতে পুরোপুরি তৈরি থাকার কথা জানিয়েছেন তিনি, 'আমি মনে করি না (এই কয়েক মাসে) মাদ্রিদ বা লিভারপুলের মানের খুব বেশি পরিবর্তন হয়েছে। আমরা একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখব যেখানে প্রচুর স্নায়ুচাপ থাকবে। এটি এমন একটি ম্যাচ হবে যেখানে ভাবার জন্য এক সেকেন্ডও পাব না কারণ, তারা খুব ভালোভাবে প্রেস করে। আমরা তা খুব ভালো করেই জানি এবং আমরা প্রস্তুত।'

Comments

The Daily Star  | English
Dhaka air turns unhealthy even before dry season

Dhaka air turns unhealthy even before dry season

With the dry season approaching, Dhaka city’s air quality has once again slipped to an unhealthy level, underscoring the inadequacy of the limited measures taken by the authorities to curb air pollution.

11h ago