আল নাসরে প্রথম শিরোপার স্বাদ নিলেন রোনালদো

ছবি: টুইটার

গত বছর ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ক্রিস্তিয়ানো রোনালদো নিলেন নতুন এক স্বাদ। আল নাসরের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মাতলেন পর্তুগিজ ফরোয়ার্ড। তার অসাধারণ নৈপুণ্যে ১০ জন নিয়েও ঘুরে দাঁড়িয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল দলটি।

শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে স্বদেশি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। এবারের আগে কখনো প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি প্রো লিগের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মাইকেলের গোলে পিছিয়ে পড়ে আল নাসর। এরপর ম্যাচের ৭১তম মিনিটে আব্দুলেলাহ আল আমরি সরাসরি লাল কার্ড দেখলে মহাবিপাকে পড়ে তারা। একজন খেলোয়াড় কম হয়ে যাওয়ায় শিরোপার স্বপ্ন আরও ফিকে হতে শুরু করে।

তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো তো আগেই হাল ছাড়ার পাত্র নন! প্রয়োজনের মুহূর্তে নিজের জাত চিনিয়ে করেন জোড়া গোল। লাল কার্ডের ঘটনার তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান তিনি। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ব্যবধান তৈরি করে দেন ৩৮ বছর বয়সী রোনালদো। ম্যাচের ৯৮তম মিনিটে করেন জয়সূচক গোলটি।

দ্বিতীয়ার্ধের শেষের প্রায় ২০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের পুরোটা ১০ জন নিয়ে খেলতে হয় আল নাসরকে। তারপরও রোনালদোর কল্যাণে তারা হাসে বিজয়ীর হাসি। দলটির আরও এক ফুটবলার লাল কার্ড পান সরাসরি। তবে নাওয়াফ বৌসাল ছিলেন বেঞ্চে।

বিস্তারিত আসছে...

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

11h ago