বিশ্বকাপ বাছাই

লাউতারো মার্তিনেজের গোলে জিতল আর্জেন্টিনা

lautaro martinez

প্যারাগুয়ের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া আর্জেন্টিনা জয়ে ফিরল। ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তির পেরুর বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলে।

বুধবার বাংলাদেশ সময় সকালে বুয়েইন্স আইরেসে ম্যাচের ৫৫ মিনিটে ম্যাচ জেতানো গোল করেন মার্তিনেজ। তাকে বলের যোগান দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষেই থাকল লিওনেল স্কালোনির দল।

প্যারাগুয়ের মাঠে গিয়ে আগের ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা, দলের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। এদিন তাই ঘরের মাঠে মরিয়া হয়ে খেলতে নামে তারা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখে দেয় পেরু।

বিরতির পর অবশ্য আর আটকে রাখতে পারেনি। বক্সে ঢুকে যাওয়া মার্তিনেজের উদ্দেশ্যে চিপ করে বল যোগান দেন মেসি। উড়ন্ত বলেও শূন্যে লাগিয়ে বা পায়ের শটে জালে জড়ান ইন্টার মিলান স্ট্রাইকার।

স্কোরলাইনে কেবল এক গোলের জয় থাকলেও ম্যাচে মূলত দাপট দেখিয়েই খেলেছে আর্জনেন্টিনা। ৭০ শতাংশ বলই ছিল তাদের পায়ে। গোলমুখে ১০ শট নিয়ে অবশ্য তিনটা লক্ষ্যে রেখে এক গোল পায় তারা। অপরদিকে পেরু আর্জেন্টিনার রক্ষণে তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি।

বাছাইপর্বে আগের দেখায় পেরুর মাঠে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন থেকে নিজেদের মাঠে ব্যবধান কম হওয়ায় কিছুটা খেদ থাকতে পারে বর্তমান চ্যাম্পিয়নদের। 

এই জয়ের পর ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত থাকল আর্জেন্টিনার। অন্য দিকে বাছাইপর্বে মাত্র এক জয়ে ৭ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করা পেরু আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়। 

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago