আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত দিলেন স্কালোনি

এক ঝাঁক তরুণদের নিয়ে ২০২২ বিশ্বকাপে চমক দেখায় আর্জেন্টিনা। জিতে নেয় বিশ্বকাপ। সেই দলটা ধরে রেখেই গত বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অনায়াসে আগামী ২০২৬ বিশ্বকাপেও সেই দলটির উপর আস্থা রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি। তবে দলে কিছু তরুণদের সুযোগ দিয়ে চমক আনতে আগ্রহী এই আর্জেন্টাইন কোচ।

যদিও বিশ্বকাপজয়ী দলটিকেই মূল কাঠামো ধরে রাখার ইচ্ছা রয়েছে স্কালোনির। তবুও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন স্কালোনি। এমন কিছু তরুণ খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারেন যারা দলের জন্য মূল্যবান অবদান রাখতে পারবে। ফলে ২০২৬ বিশ্বকাপের এক বছর আগে কিছু নতুন মুখ দেখা যেতে পারে দলে।

সম্প্রতি ডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণদের দলে নেওয়ার বিষয়ে আলবিসেলেস্তে কোচ বলেছেন, 'এখন সময় এসেছে এমন কিছু তরুণদের সুযোগ দেওয়ার, যারা এখনো দলে আসার সুযোগ পায়নি। আমরা বিষয়টি নিয়ে ভাবছি। সত্যি বলতে, দলের ভিত্তি তৈরি হয়ে গেছে।'

'তবে যারা অবদান রাখতে পারে এমন কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে হবে না কেন? এরপর কঠিন লড়াই আসবে, যেখানে আমাদের এমন খেলোয়াড়দের দরকার যারা আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর যোগ্য। তাই আমরা মনে করি এখনই উপযুক্ত সময়। দল ঘোষণার আগে সবকিছু পর্যবেক্ষণ করব,' যোগ করেন স্কালোনি।

আর অধিনায়ক লিওনেল মেসিকে শিরোপা ধরে রাখার মিশনেও রাখতে প্রবল আগ্রহী স্কালোনি। যদিও ভক্তরা জানেন যে মেসির বিদায়ের সময় ঘনিয়ে আসছে, তবুও আর্জেন্টিনা জাতীয় দলে এখনও কিছুদিন তার উপস্থিতি বজায় থাকবে। অন্তত, স্কালোনির কথায় তাই প্রতীয়মান হয়েছে। ২০২৫ মৌসুম এবং তার শারীরিক অবস্থা বলে দেবে তিনি শেষ পর্যন্ত দলকে নেতৃত্ব দিতে পারবেন কি না।

শিরোপা রক্ষার লড়াইয়ে মেসিকে চেয়ে এই কোচ বললেন, 'তিনি (মেসি) এবং দলের অন্য সবাই বিশ্বকাপে খেলতে চায়। মেসি এবং তার সতীর্থরা জানেন যে এখনো যথেষ্ট সময় বাকি আছে। আমাদের সময়ের সঙ্গে পরিস্থিতি বুঝে এগোতে হবে এবং দেখতে হবে কীভাবে আমরা সেখানে পৌঁছাই। তিনি জানেন আমরা কী ভাবছি। এবং তিনি সবচেয়ে বুদ্ধিমান।'

গত বছরের নভেম্বরের শুরুতে মেসি নিজেও ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন। যদিও তিনি তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি, তবে তিনি ব্যাখ্যা করেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কী প্রয়োজন, 'আমি আশা করি এই বছরটা ভালোভাবে শেষ করতে পারব এবং পরের বছরটা ভালোভাবে শুরু করতে পারব, বিশেষ করে ভালো একটি প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে।'

'গত বছর আমরা প্রচুর ভ্রমণ করেছি, তাই সেভাবে প্রস্তুতির সুযোগ পাইনি। সময়টা খুব বেশি দূরে নয়, তবে একইসঙ্গে অনেক দূরেও। ফুটবলে কিছুই নিশ্চিত নয়, তাই আমি প্রতিদিনকে উপভোগ করতে চাই এবং তার পরের ব্যাপারে এখনই ভাবতে চাই না,' যোগ করেন এই আর্জেন্টাইন কোচ।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

4h ago