সাফজয়ী শীর্ষ ১৮ নারী ফুটবলারকে চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বাফুফে

ছবি: ফিরোজ আহমেদ

কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনড় থেকে বিদ্রোহে যাওয়া সাফজয়ী ১৮ নারী ফুটবলারকে চুক্তি বাদ দিতে যাচ্ছে বাফুফে। তাদের থেকে সরে এসে আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া কেন্দ্রীয় চুক্তির জন্য তরুণ খেলোয়াড়দের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাফুফে সভাপতি যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার রাতে ১৮ জন খেলোয়াড়ের প্রত্যেকের সঙ্গে দেখা করেন এবং শনিবার থেকে প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য তাদের রাজি করানোর চেষ্টা করেন।

তবে খেলোয়াড়রা প্রধান কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে অনড় রয়েছেন। রবিবার পর্যন্ত ক্যাম্পে যোগ দিতে অস্বীকার করেছেন।

মীমাংসার আশা ক্ষীণ হয়ে যাওয়ায়, বাফুফে বর্তমানে বাটলারের অধীনে প্রশিক্ষণে থাকা ৩৭ জন খেলোয়াড়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করছে এবং বয়কটকারী ১৮ জনকে বাদ দিয়ে তরুণ ৩৭ জনের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে নতুন চুক্তি প্রস্তুত করছে।

চারটি বেতন বিভাগে মোট ৩০ জন নারী ফুটবলার বাফুফের কেন্দ্রীয় চুক্তির অধীনে ছিলেন, যা গত বছরের অক্টোবরের শেষে শেষ হয়ে যায়। সেই ৩০ জনের মধ্যে বর্তমানে মাত্র ১২ জন বাফুফের প্রশিক্ষণ শিবিরে রয়েছেন, যেখানে প্রশিক্ষণে থাকা বাকি ২৫ জন – যাদের বেশিরভাগই বয়সভিত্তিক দল থেকে তারা চুক্তির বাইরে।

এই ব্যাপারে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে দ্য ডেইলি স্টারের পক্ষে থেকে বারবার করা ফোন করা হলেও তিনি ধরেননি। তবে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এই বিষয়ে মূল্যবান তথ্য দিয়েছেন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'মঙ্গলবার নাগাদ চুক্তি চূড়ান্ত করা হবে। কতজনকে চুক্তি দেওয়া হবে তা আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে যারা বর্তমানে প্রশিক্ষণে রয়েছে তাদের মধ্যেই চুক্তি করা হবে।'

তিনি আরও যোগ করেন, 'সভাপতি তাদের বৃহস্পতিবার প্রশিক্ষণে যোগ দিতে বলেছিলেন এবং শনিবার পর্যন্ত অপেক্ষা করেছিলেন। যেহেতু তারা যোগ দেয়নি, তাই তিনি বলেছেন তাদের ছাড়াই এগিয়ে যাওয়া যাক, ফুটবল বন্ধ থাকতে পারে না। তারা যে কোনও সময় যোগ দিলে তাদের স্বাগত।'

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে। সম্ভবত, ২৩ সদস্যের দল বর্তমান ৩৭ জন খেলোয়াড়ের মধ্য থেকেই তৈরি করা হবে, বাফুফের সহ-সভাপতির কথায় তেমনই ইঙ্গিত, 'সময় ফুরিয়ে যাচ্ছে (দল নির্বাচনের জন্য) এবং ফিটনেসেরও একটি বিষয় রয়েছে।'

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago