ওসাসুনার বিপক্ষের রিয়ালের ড্রয়ে লাল কার্ড দেখলেন বেলিংহ্যাম

ছবি: এএফপি

কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ পথ হারাল প্রথমার্ধে জুড বেলিংহ্যাম লাল কার্ড দেখার পর। ১০ জনে পরিণত হওয়া প্রতিপক্ষকে বেশ চাপে ফেলা ওসাসুনা দ্বিতীয়ার্ধে সমতা টানল আন্তে বুদিমিরের পেনাল্টিতে। সম্ভাবনা জাগলেও পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় দুই দল মাঠ ছাড়ল পয়েন্ট ভাগাভাগি করে।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্র করেছে শিরোপাধারী রিয়াল। প্রতিযোগিতায় এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল খেই হারানো কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তারা পয়েন্ট খুইয়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে একই স্কোরলাইনে ড্র করে। এর আগের রাউন্ডে এস্পানিয়লের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল তারা।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষেই আছে রিয়াল। তবে তিন নম্বরে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে তাদের। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সেলোনা।

ম্যাচের ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে ১৭টি শট নেয় রিয়াল। এর মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, গোলপোস্টে ওসাসুনার নেওয়া ১১ শটের চারটি ছিল লক্ষ্যে।

৩৯তম মিনিটে ওসাসুনার কর্নারের পর রেফারি লাল কার্ড দেখান বেলিংহ্যামকে। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি ইংলিশ মিডফিল্ডারকে। তবে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় তাকে। হয়তো কোনো আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। ২০২৩ সালে রিয়ালে নাম লেখানোর পর এটি তার দ্বিতীয় লাল কার্ড। গত বছরের মার্চে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন তিনি।

ম্যাচের ১৫তম মিনিটে এমবাপের গোলে লিড নেয় রিয়াল। চোটের কারণে মূল ডিফেন্ডারদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা ফেদেরিকো ভালভার্দের ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। এরপর বেলিংহ্যাম লাল কার্ড পেলেও এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

৫৮তম মিনিটে বুদিমিরের সফল স্পট-কিকে লড়াইয়ে আসে সমতা। ক্রোয়েশিয়ান স্ট্রাইকারকেই এদুয়ার্দো কামাভিঙ্গা ডি-বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি হোসে মুনুয়েরা পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন বিদ্রূপাত্মক হাসিমাখা মুখে হাততালি দিতে দেখা যায় রিয়ালের কোচ আনচেলত্তিকে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago