মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় মেসির গোলে জিতল মায়ামি

হিমশীতল আবহাওয়ায় লিওনেল মেসি খেলবেন না, এমনটাই ছিল গুঞ্জন। যদিও কোচ হ্যাভিয়ের মাশচেরানো সব গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে খেললেন আর্জেন্টাইন অধিনায়ক। শুধু তাই নয়, জয়সূচক গোলটিও করলেন রেকর্ড আট বারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

চিলড্রেন মার্সি পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ৫৬তম মিনিটে অসাধারণ ব্যক্তিগত দক্ষতা দেখিয়ে স্পোর্টিং গোলরক্ষক জন পালস্ক্যাম্পকে পরাস্ত করে নিচু কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন মেসি।

এই জয় ইন্টার মায়ামিকে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলের সুবিধা এনে দিয়েছে, যা তাদের আগামী মঙ্গলবার ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ম্যাচে নামার আগে স্বস্তি দেবে দলটিকে। শেষ ষোলোতে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে দলটির।

এদিনের ম্যাচটি আগের দিনই হওয়ার কথা ছিল, কিন্তু কানসাসে তুষারঝড়ের ফলে কয়েক ইঞ্চি পর্যন্ত বরফ জমে এবং তাপমাত্রা রেকর্ড পরিমাণ নিচে নেমে যাওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। তবে সূচি পরিবর্তনের পরও প্রচণ্ড ঠান্ডা অব্যাহত থাকে, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস (এক ডিগ্রি ফারেনহাইট)।

আর্জেন্টাইন তারকা মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থরা গ্লাভস ও গলায় উষ্ণতা রক্ষার জন্য স্কার্ফ পরে মাঠে নামেন। এমনকি উভয় দলের অনেক খেলোয়াড়ই ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পুরো হাতা ও লম্বা লেগিংস পরেন।

স্পোর্টিং কানসাস সিটি গত মৌসুমে মেজর লিগ সকারের পশ্চিমাঞ্চলীয় কনফারেন্সে প্রায় তলানিতে ছিল, ৩৪টি ম্যাচের মধ্যে মাত্র ৮টি জিতে। অন্যদিকে, ইন্টার মায়ামি ২২টি জয় ও ৭৪ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষে ছিল, যা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

প্রথমার্ধের অধিকাংশ সময়েই মায়ামির কৌশলগত শ্রেষ্ঠত্ব স্পষ্ট ছিল। ম্যাচের অষ্টম মিনিটে লুইস সুয়ারেজের শট সামান্য ব্যবধানে পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ৩৫তম মিনিটে আবারও সুয়ারেজ গোলের সুযোগ সৃষ্টি করেন, তবে এবার তার নেওয়া শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

অবশেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইন্টার মায়ামি কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। মেসির বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস দূরপাল্লার একটি পাস বাড়িয়ে দেন, যা মেসির কাছে পৌঁছায়। ৩৭ বছর বয়সী এই তারকা প্রথমে বলটি বুকে নিয়ন্ত্রণে নেন, এরপর একটি নিখুঁত স্পর্শে কানসাস সিটির মিডফিল্ডার এরিক থমিকে পাশ কাটিয়ে গোলপোস্টের বিপরীত কোণে নিখুঁত শট নিয়ে বল জড়ান জালে।

Comments

The Daily Star  | English
Magura child rape case

Charges pressed in Magura rape, murder case

The charge sheet in the case filed over the rape and murder of an eight-year-old girl in Magura was submitted before court last night, police said.

1h ago