উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে নামার আগে ধাক্কা খেল আর্জেন্টিনা

Lautaro Martinez

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে লিওনেল মেসি, পাওলো দিবালার পর লাউতারো মার্টিনেজকেও পাচ্ছে না আর্জেন্টিনা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর্জেন্টিনার স্ট্রাইকার উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ খেলতে পারবেন না।

ইন্টার মিলানের মার্টিনেজ গত সপ্তাহে ফেইয়েনোর্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পেশীর অস্বস্তির কারণে বেঞ্চে ছিলেন। তা থেকে এখনো তিনি সেরে উঠতে পারেননি।

২৭ বছর বয়সী এই খেলোয়াড় লিওনেল স্কালোনির দলে যোগ দেওয়ার আগে রোববার ইন্টারের হয়ে সিরি আ'তে আটলান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফিরে গোল করেন, কিন্তু এখন বাম হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বাদ পড়েছেন।

মার্টিনেজ আর্জেন্টিনার ক্রমবর্ধমান অনুপস্থিত খেলোয়াড়দের তালিকায় যোগ দিলেন, যার মধ্যে পেশীর চাপে মাঠের বাইরে থাকা অধিনায়ক লিওনেল মেসি, গনজালো মন্টিয়েল, জিওভানি লো সেলসো এবং পাওলো দিবালাও রয়েছেন।

১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা শুক্রবার দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের বিপক্ষে খেলবে এবং চার দিন পর পঞ্চম স্থানে থাকা ব্রাজিলকে আতিথ্য দেবে তারা। শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে সেরা কজন তারকাকে পাচ্ছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago