চাপের মুখে ব্রাজিল, উন্নতিতে নজর কোচের

শেষ ম্যাচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জয়। সবমিলিয়ে সাম্প্রতিক সময়ের দুর্বল পারফরম্যান্সের কারণে বেশ চাপে রয়েছে ব্রাজিল। তবে দল হারানো ছন্দ খুঁজে পাবে বলে আশাবাদী প্রধান কোচ দরিভাল জুনিয়র। দলটি উন্নতির পথে রয়েছে বলে জোর দিয়ে বলেছেন এই কোচ।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের অনেকটা শেষ ধাপে এসে পৌঁছেছে দলগুলো। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। এরমধ্যেই বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার সকালে ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি। দরিভালের বিশ্বাস জয়ের ধারায় ফিরবেন তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, 'আমরা দলের বর্তমান অবস্থার জন্য দায়ী এবং যা ঘটেছে তার জন্যও। প্রতিযোগিতাটি প্রতি বছর আরও কঠিন হয়ে উঠছে, তাই আমাদের পুনরুদ্ধার করতে হবে এবং ধারাবাহিকতা আনতে নিজেদের পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন করতে হবে।'

'একটি সংগঠিত রক্ষণভাগ এবং কার্যকর আক্রমণাত্মক কৌশল নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য। সাম্প্রতিক ফলাফল সবার পছন্দ না হলেও আমি দুশ্চিন্তাগ্রস্ত নই, কারণ আমি দলের উন্নতি দেখতে পাচ্ছি... আমরা ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছি যেন পরবর্তী ম্যাচগুলোর ফলাফল ভিন্ন হয়,' যোগ করেন এই কোচ।

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে বিদায় নেওয়ার পর থেকেই বেশ অচেনা হয়ে উঠেছে ব্রাজিলের অবস্থা। সেই হতাশাজনক পরাজয়ের পর দীর্ঘদিনের কোচ তিতের বিদায় ঘটে। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর এখনো ব্রাজিলের সমর্থকদের আস্থা অর্জন করতে পারেননি দরিভাল। তার অধীনে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছয়টি জিতেছে দলটি। এরমধ্যে ছিল হতাশাজনক কোপা আমেরিকা অভিযান, যেখানে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় তারা।

বাছাইপর্বের পয়েন্ট তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে ছয় নম্বরে আছে প্যারাগুয়ে এবং এক পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে কলম্বিয়া ও ইকুয়েডর। উরুগুয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। সরাসরি বিশ্বকাপে খেলার জন্য শীর্ষ ছয় দলের মধ্যে থাকতেই হবে ব্রাজিলকে।

এরমধ্যে আবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে সাতজন খেলোয়াড় রয়েছে, যারা হলুদ কার্ড দেখলে আগামী মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না। এদের মধ্যে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস এবং গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে দুইটি হলুদ কার্ড পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়।

এদিকে, দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরার প্রস্তুতি নেওয়া নেইমার হ্যামস্ট্রিং চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন। তাকে না পেয়ে হতাশ হলেও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর মতো তরুণদের নিয়ে উচ্ছ্বসিত এই কোচ।

'নেইমারকে ঘিরে একটি শক্তিশালী দল গঠন করাই স্বাভাবিক, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। জোয়াও পেদ্রো খুবই বহুমুখী খেলোয়াড়। তিনি কখনো স্ট্রাইকার হিসেবে, কখনো দ্বিতীয় ফরোয়ার্ড হিসেবে খেলছেন... তিনি আমাদের জন্য একটি সম্পদ হতে পারেন, তবে আমাদের দলে আরও বিকল্প রয়েছে,' বলেন দরিভাল।

Comments

The Daily Star  | English

Nepali police fire tear gas and rubber bullets at protesters outside parliament

Authorities imposed a curfew around the parliament building after thousands of the protesters tried to enter the legislature by breaking a police barricade.

40m ago