অস্ত্রোপচার করাবেন দিবালা

আর্জেন্টিনা ফুটবল দলে সবচেয়ে দুর্ভাগা খেলোয়াড়ের নাম হয়তো পাওলো দিবালা। তিনি যে পজিশনে খেলেন সেখানে রয়েছে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা লিওনেল মেসি। যে কারণে একাদশে জায়গা মিলে না তার। আর মেসি চোটের কারণে বাইরে থাকলে যেন চোট পেয়ে বসে দিবালাকেও। এবার জাতীয় দল থেকে বাদ পড়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন। 

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে রোমার এই তারকা ঘোষণা দেন যে, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলার সুযোগ না পাওয়ার পর তিনি অস্ত্রোপচারের মাধ্যমে তার পেশির সমস্যার সমাধান করবেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশির চোটের কারণেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।

নিজের পোস্টে দিবালা লেখেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। পরীক্ষার ফলাফল ও বিভিন্ন বিকল্প পর্যালোচনা করার পর আমি এখন অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারি।'

'আমি কিছুদিন মাঠের বাইরে থাকলেও এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আমার রোমা সতীর্থদের সমর্থন করব এবং জাতীয় দলকেও একজন ভক্তের মতো উৎসাহ দেব। আমি দ্রুতই ফিরে আসব, আরও শক্তিশালী হয়ে—এটি আমার প্রতিশ্রুতি,' যোগ করেন দিবালা।

দিবালার পর তার ক্লাব রোমাও এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে, 'পাওলো দিবালা আগামী কয়েক দিনের মধ্যে তার বাঁ পায়ের সেমিটেন্ডিনোসাস টেন্ডনের ইনজুরির জন্য অস্ত্রোপচার করাবেন। খেলোয়াড় ও ক্লাব যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য এটি সঠিক পথ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মাঠে ফেরার অপেক্ষায় আছি!'

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন দিবালা। বিশেষ করে মেসির অনুপস্থিতির কারণে মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু গত রোববার ক্যাগলিয়ারির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর আর্জেন্টিনার কোচিং স্টাফ তাকে দল থেকে বাদ দেয়।

লাজোয়ার হয়ে ওই ম্যাচে তিনি মাতিয়াস সুলের বদলি হিসেবে নেমেছিলেন, কিন্তু মাত্র দশ মিনিটের মাথায় বাঁ পায়ের পেছনে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচের পর কোচ ক্লাউদিও রানিয়েরি প্রথমে পিঠের সমস্যার কথা বললেও পরে নিশ্চিত হওয়া যায় যে, চোট মূলত তার পায়ের পেশিতে।

পেশির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ডাক পেলেও খেলতে পারছেন না দিবালা। ২০২৩ সালের সেপ্টেম্বরে ও অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচ মিস করেছিলেন। ২০২৪ সালের মার্চে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি। এরপর কৌশলগত সিদ্ধান্তে কোচ লিওনেল স্কালোনি তাকে কোপা আমেরিকার দলে রাখেননি।

২০২৪ সালের সেপ্টেম্বরে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরে চিলির বিপক্ষে গোল করেছিলেন দিবালা। তবে অক্টোবরে ইনজুরির কারণে আবারও দলের বাইরে চলে যান এবং নভেম্বরে স্কালোনি তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি।

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

2h ago