ব্রাজিলের বিপক্ষে হার এড়ালেই বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা

ছবি: এএফপি

উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আর্জেন্টিনা। ফুটবলের সর্বোচ্চ মঞ্চের পরবর্তী আসরের টিকিট পেতে তাদের দরকার আর মাত্র ১ পয়েন্ট। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে সামনের ম্যাচে হার এড়ালেই বিশ্বকাপে উঠে যাবে তারা।

শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মন্তেভিদিওতে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৮তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান গড়ে দেন থিয়াগো আলমাদা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা অবস্থান করছে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে। বাকি আছে আর পাঁচটি ম্যাচ।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে খেলবে ৪৮ দল। এর মধ্যে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি অংশ নেবে ছয়টি। আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে আরও একটি দলের সুযোগ মিলতে পারে। ব্রাজিলের বিপক্ষে ড্র করলে বা জিতলে বাছাইয়ের পয়েন্ট তালিকার সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। পরের চারটি ম্যাচে হেরে গেলেও তখন সমস্যা হবে না লিওনেল স্কালোনির শিষ্যদের।

আরও খোলাসা করা যাক। বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট তালিকার সাতে আছে বলিভিয়া। তাদের অর্জন ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট। পরের পাঁচটি ম্যাচের সবকটিতে জিতলে তাদের পয়েন্ট বেড়ে হবে ২৮। অন্যদিকে, ব্রাজিলের বিপক্ষে অন্তত ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ২৯। অর্থাৎ ১ পয়েন্টে এগিয়ে থেকে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ে থাকবে আলবিসেলেস্তেরা।

আগামী বুধবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ৬টায় অনুষ্ঠেয় খেলার ভেন্যু আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এল মনুমেন্তাল স্টেডিয়াম। এবারের বাছাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি দ্বিতীয় সাক্ষাৎ। আগের ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের মাটিতে। রিও দি জানেইরোর মারাকানা স্টেডিয়াম থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা।

আসন্ন বহুল প্রতীক্ষিত ম্যাচটিতে অবশ্য দুই দলই কয়েকজন বড় বড় তারকাকে ছাড়া নামবে। চোটের কারণে আর্জেন্টিনা পাচ্ছে না অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও গঞ্জালো মন্তিয়েলকে। উরুগুয়ের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞা মিলেছে নিকোলাস গঞ্জালেজের।

একই অবস্থা ব্রাজিল শিবিরেও। চোটে পড়ায় অ্যালিসন, এদারসন, নেইমার, দানিলো ও গেরসন মাঠের বাইরে ছিটকে গেছেন। একাধিক হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হওয়ায় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলতে পারছেন না ব্রুনো গিমারেস ও গ্যাব্রিয়েল।

তবে ব্রাজিলের বিপক্ষে নামার আগেই আর্জেন্টিনার পরের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যেতে পারে। বাংলাদেশ সময় অনুসারে, আগামী মঙ্গলবার দিবাগত রাত ২টায় নিজেদের মাঠে উরুগুয়েকে মোকাবিলা করবে বলিভিয়া। তারা ওই ম্যাচে পয়েন্ট হারালেই সুখবর পেয়ে যাবে তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago