আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের একাদশ জানিয়ে দিলেন ব্রাজিল কোচ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের শুরুর একাদশে পরিবর্তন আসা অবধারিতই ছিল। তবে জল্পনাকল্পনা ছাপিয়ে ছয়টি বদল আনার কথা নিশ্চিত করলেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র। চোট ও কার্ডজনিত কারণে বাধ্য হয়ে আনা চারটি পরিবর্তনের সঙ্গে যোগ হলো আরও দুটি।

আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়াম। এর বেশ আগেভাগেই একাদশ জানিয়ে দিলেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ দরিভাল।

গত শুক্রবার ঘরের মাঠে ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জেতে ব্রাজিল। ওই ম্যাচের মূল একাদশ থেকে ছয়জন অনুপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে। চোটের কারণে খেলতে পারছেন না লিভারপুল গোলরক্ষক অ্যালিসন ও ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার গেরসন। হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় মাঠে নামা হবে না আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো গিমারেসের। এছাড়া, একাদশ থেকে কাটা পড়েছেন মোনাকো ডিফেন্ডার ভ্যান্দারসন ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।

এই ছয়জনের জায়গায় দরিভাল একাদশে ঠাঁই দিয়েছেন আল নাসর গোলরক্ষক বেন্তো, নটিংহ্যাম ফরেস্ট ডিফেন্ডার মুরিল্লো, ফ্ল্যামেঙ্গো ডিফেন্ডার ওয়েসলি, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স মিডফিল্ডার আন্দ্রে, নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার জোয়েলিনতন ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফরোয়ার্ড মাথেয়াস কুনিয়া। অ্যালিসনের জায়গায় বেন্তো, গ্যাব্রিয়েলের জায়গায় মুরিল্লো, ভ্যান্দারসনের জায়গায় ওয়েসলি, গিমারেসের জায়গায় আন্দ্রে, গেরসনের জায়গায় জোয়েলিনতন ও পেদ্রোর জায়গায় কুনিয়া খেলবেন।

একাদশ ঘোষণা করে সংবাদ সম্মেলনে দরিভাল বলেছেন, 'আমাদের চারটি পরিবর্তন আগে থেকেই নির্ধারিত ছিল। তাছাড়া, আমরা ম্যাচের শুরুর একাদশে আরও দুটি পরিবর্তন করেছি। পেদ্রোর বদলে কুনিয়া এবং ভ্যান্দারসনের বদলে ওয়েসলি খেলবে। বাকি চারজনকে আমরা গত ম্যাচে হারিয়েছি।'

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের অবস্থান তিন নম্বরে। তাদের অর্জন সমান ম্যাচে ২১ পয়েন্ট। আসন্ন হাইভোল্টেজ দ্বৈরথে অন্তত ড্র করতে পারলেই আর্জেন্টিনা নাম লেখাবে ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরবর্তী আসরে।

এবারের বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। আগের ম্যাচটি হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের মাটিতে। রিও দি জানেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়াম থেকে অবশ্য ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেছিলেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

ব্রাজিল একাদশ: বেন্তো; ওয়েসলি, মার্কিনিয়োস, মুরিল্লো, গিলের্মে আরানা; আন্দ্রে, জোয়েলিনতন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মাথেয়াস কুনিয়া।

Comments

The Daily Star  | English

Iran's underground Natanz site hit during Israel strikes: UN nuclear watchdog

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

10h ago