হামজা মনে করেন, বাংলাদেশের জয় প্রাপ্য ছিল

ছবি: বাফুফে

অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ করলেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারের জন্য স্মরণীয় উপলক্ষ অবশ্য জয়ের রঙে রঙিন হলো না। একের পর এক সুবর্ণ সুযোগ নষ্ট করে ভারতের সঙ্গে ড্র করল বাংলাদেশ দল। ম্যাচের পর হামজা বললেন, জয় প্রাপ্য ছিল তাদের।

মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের 'সি' গ্রুপের ম্যাচে শিলংয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েও গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। একাধিক ভালো সুযোগ হাতছাড়া না করলে বড় ব্যবধানে জিততে পারত লাল-সবুজ জার্সিধারীরা। বিশেষ করে, খেলা শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যে ফিনিশিংয়ের ঘাটতিতে চারবার গোলবঞ্চিত হয় হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেজন্য দায়ী মজিবুর রহমান জনি, শাহরিয়ার ইমন ও মোহাম্মদ হৃদয়রা।

খেলা শেষে মিক্সড জোন দিয়ে টিম হোটেলে ফেরার পথে জয় না পাওয়ার হতাশা গোপন করেননি হামজা। গণমাধ্যমকে তিনি বলেন, 'আমরা আজ জিততে পারতাম। কিন্তু ফুটবলে এরকম মিস হয়েই থাকে। ইংলিশ প্রিমিয়ার লিগেও হয় এরকম। আমাদের এটা বাজে দিন ছিল।'

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা গোটা ম্যাচে ছিলেন উজ্জ্বল। মাঠে নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেন তিনি। সতীর্থদের আক্রমণের জন্য বল যোগান দেওয়ার পাশাপাশি ভারতের বিপজ্জনক স্ট্রাইকার সুনীল ছেত্রীকে চোখে চোখে রেখে হতে দেননি মাথাব্যথার কারণ। কয়েকটি দুর্দান্ত চ্যালেঞ্জে ভেস্তে দেন প্রতিপক্ষের সুযোগ তৈরির চেষ্টা।

নিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে ২৭ বছর বয়সী তারকা বলেন, 'খেলায় আমাদের খুব ব্যস্ত থাকতে হয়েছে। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি।'

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পান হামজা। তিন মাস পর প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'আমি খুবই গর্বিত। গত পাঁচদিন এই দলের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।'
 

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

1h ago