পৃথিবীর সেরা স্কোয়াড পিএসজির, দাবি কোচের

দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি অ্যাস্টন ভিলা। ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজিই। তাতে বেজায় খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। এমনকি তার স্কোয়াডকেই পৃথিবীর সেরা স্কোয়াড বলে দাবি করলেন এই স্প্যানিশ কোচ।

মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় পায় ফরাসি ক্লাবটি। তবে দ্বিতীয় লেগে তারা ৩-২ গোলে হেরে যায়। তবে এই ম্যাচে যদি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা অসাধারণ কিছু সেভ না করতেন, তাহলে অ্যাস্টন ভিলা হয়তো ম্যাচটা ৫-৫ করে টাই করে ফেলত, কিংবা জয়ও পেয়ে যেত।

ম্যাচ শেষে এনরিকে বলেন, 'আমি মনে করি আমার হাতে বিশ্বের সেরা স্কোয়াড আছে—শুধু দোনারুম্মা নয়। পিএসজির মতো ক্লাবে থাকলে আপনি স্বাভাবিকভাবেই অনেক কোয়ালিটি খেলোয়াড় পাবেন। দুই লেগ মিলিয়ে আমাদের জয় প্রাপ্য ছিল। আমি খুব খুশি, কারণ সমর্থকদের জন্য আবারও সেমিফাইনালে পৌঁছানোর আনন্দ দিতে পারলাম।'

এনরিকে অবশ্য প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার প্রশংসা করে বলেন, তারা অসাধারণ মানসিকতা ও গতি দেখিয়েছে। দ্বিতীয় লেগে প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ার পরও তারা ঘুরে দাঁড়িয়ে তিন গোল করে ম্যাচ জমিয়ে তোলে।

'আমরা ম্যাচটা দারুণভাবে শুরু করেছিলাম—দুটি দারুণ গোল করে। আমরা স্পেস কাজে লাগানোর চেষ্টা করছিলাম। তবে এটাও মনে রাখতে হবে, এটা চ্যাম্পিয়ন্স লিগ—এখানে প্রতিপক্ষ দলগুলোরও অনেক মান থাকে। ভিলা দ্বিতীয়ার্ধে প্রচণ্ড ইন্টেনসিটি নিয়ে খেলেছে। তাদের হারানোর কিছু ছিল না। প্রথম লেগে হেরেছিল, দ্বিতীয় লেগেও প্রথমার্ধে পিছিয়ে ছিল, তাই তারা পুরো ঝাঁপিয়ে পড়েছিল,' বলেন এনরিকে।

এনরিকের নেতৃত্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ফরাসি ক্লাবটি। সেখানে তারা মুখোমুখি হবে আর্সেনাল অথবা রিয়াল মাদ্রিদের।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago