ইনজাগি: 'লামিন? এমন কিছু গত ৮-৯ বছরে দেখিনি!'

দুই দুই বার এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। প্রথমবার তো দুই গোলের ব্যবধানে। কিন্তু তারপরও দলটি জয় পায়নি কেবল লামিন ইয়ামালের কারণে। দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন বার্সেলোনার এই ১৮ বছরের তরুণ। তাতে চোখ যেন ছানাবড়া হওয়ার অবস্থা ইন্টার কোচ সিমোনে ইনজাগির।

ম্যাচ শেষে ইনজাগি স্বীকার করে নিয়েছেন, বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামাল তার দলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন ছিল। যদিও ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়, তবুও ইয়ামালের পারফরম্যান্স ছিল বিশ্বমানের। কিন্তু নিজে কিন্তু সন্তুষ্ট ছিলেন না এই তরুণ; জয়ই ছিল তার লক্ষ্য।

'লামিন ইয়ামাল? গত ৮-৯ বছরে এমন কোনো খেলোয়াড় দেখিনি। সে আমাদের জন্য প্রচণ্ড সমস্যা তৈরি করছিল—আমরা দুজন ডিফেন্ডার লাগিয়েছি তাকে থামাতে, তারপরও যখন পারিনি, তখন তৃতীয়জনকেও নামাতে হয়েছে, ফলে অন্য জায়গা ফাঁকা হয়ে যাচ্ছিল,' বলেন ইনজাগি।

ম্যাচে এদিন কিছুটা দুর্ভাগা ছিলেন ইয়ামাল। একটি দুর্দান্ত গোল করলেও পেতে পারতেন আরও দুটি। তার দুটি প্রচেষ্টা ফিরে আসে বারপোস্টে লেগে। ইয়ামালের প্রশংসা করে ইনজাগি আরও বলেন, 'ইয়ামাল এমন এক বিস্ময়, যে রকম খেলোয়াড় ৫০ বছরেও একবার আসে।'

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ প্রসঙ্গে ইনজাগি বলেন, 'ম্যাচটা হবে একেবারে ফাইনালের মতো। এটা একটা বিশাল প্রাপ্তি। আজ আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছি।'

তবে ম্যাচ বিশ্লেষণে ইনজাগি কিছু হতাশার কথাও বলেন। প্রথমার্ধে ইন্টারের পাওয়া দুই গোলের লিড ধরে রাখতে না পারা এবং মিখিটারিয়ানের বাতিল হওয়া গোল নিয়ে আক্ষেপ ঝরে তার কণ্ঠে, 'দুই গোলের লিডটা হারানো এবং মিখিটারিয়ানের বাতিল হওয়া গোলটা নিয়ে আক্ষেপ আছে। আমি এখনো বুঝতে পারছি না কেন সেটা বাতিল হলো। এমন মুহূর্তগুলোই পার্থক্য গড়ে দেয়।'

Comments

The Daily Star  | English
NBR to become separate specialised agency

NBR officials withdraw complete shutdown programme

However, the non-cooperation programme with the NBR chairman will continue

21m ago