ফিট হয়ে মাঠে ফিরছেন হালান্ড

ছবি: এএফপি

দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সাউদাম্পটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গার্দিওলা।

গত মার্চে এফএ কাপে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েন ২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান ফুটবলার। প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর পুরো ফিট হয়ে উঠেছেন তিনি। চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় এফএ কাপের ফাইনালের আগে তার ফেরাটা নিঃসন্দেহে সিটিজেনদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে হালান্ডকে বেঞ্চে রাখলেও খেলাননি গার্দিওলা। শনিবার রাতে সাউদাম্পটনের বিপক্ষে নামার আগের দিন সংবাদ সম্মেলনে শিষ্যের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, 'সে প্রস্তুত, সে ফিট। তবে সে শুরুর একাদশে থাকবে কিনা, তা আমরা আগামীকাল (শনিবার) দেখব।'

বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে ম্যান সিটি। তাদের অর্জন ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ছয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে তারা তিন পয়েন্ট এগিয়ে। লিগের শীর্ষ পাঁচটি দল আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।

সাউদাম্পটনের পর স্প্যানিশ কোচ গার্দিওলার দল এফএ কাপের ফাইনালে আগামী ১৭ মে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। এরপর লিগে বোর্নমাউথ ও ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেছিলেন, টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর স্কোয়াডের মধ্যে 'ক্ষুধা' কমে গেছে। সেকারণে এমন একটি হতাশাজনক মৌসুম পার করতে হচ্ছে সিটিকে।

নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, 'চাইলে অজুহাত খুঁজে নেওয়াই যায়। অনেক খেলোয়াড়ের চোট ছিল, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে। কিন্তু শেষ পর্যন্ত বলতে হয়, আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমাদের মধ্যে আগের সেই ক্ষুধাটা ছিল না। আমিও যথেষ্ট ভালো খেলিনি, দলকে যথেষ্ট সাহায্য করতে পারিনি।'

শেষ হতে যাওয়া প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন হালান্ড। ম্যান সিটির তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এই প্রতিযোগিতায় দুই অঙ্কের গোল করেছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে তার গোল ৩০টি। পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন।

জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংল্যান্ডে পাড়ি জমানোর পর গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হালান্ড। তবে গোল্ডেন বুট জয়ের হ্যাটট্রিক করার সম্ভাবনা তার আর নেই বললেই চলে। প্রতিযোগিতার তিন রাউন্ড বাকি থাকতে তিনে আছেন তিনি। ২৮ গোল নিয়ে শীর্ষে লিভারপুলের মোহামেদ সালাহ।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago