হালান্ড চার-পাঁচ গোল করতে না পারায় হতাশ: গার্দিওলা

এভারটনের বিপক্ষে দারুণ জয় তুলে নেওয়ার পর খোশ মেজাজেই ছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আরলিং হালান্ডের জোড়া গোলে এভারটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পাওয়ার পর রসিকতা করে বললেন, 'ওরকম ফর্মে থেকেও ও যদি চার-পাঁচটা গোল না করে, তাহলে হতাশ হওয়াই স্বাভাবিক!'
ইতিহাদে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন হালান্ড। মৌসুমের শুরু থেকেই আগুন ঝরানো ফর্মে থাকা এই নরওয়েজিয়ান এখন সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৪ গোল, এর মধ্যে ৮টি প্রিমিয়ার লিগ ম্যাচেই ১১ গোল। গোল্ডেন বুট দৌড়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।
তবে হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও গার্দিওলা ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে দলকে মনে করিয়ে দিলেন, শুধুমাত্র এক ফরোয়ার্ডের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।
'আসলে মজার ছলে বললাম, চার-পাঁচটা গোল না করে হতাশ করল,' হেসে বললেন সিটির কোচ বিবিসি স্পোর্টকে। 'তবে সত্যি কথা বলতে, আমরা শুধু ওর ওপর ভরসা করতে পারি না। আমাদের উইঙ্গার, আক্রমণভাগের মিডফিল্ডার সবাইকে গোলের দায়িত্ব নিতে হবে।'
গার্দিওলা উল্লেখ করেন যে জেরেমি ডোকু, সাভিনহো ও তিজানি রেইন্ডার্স কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছেন, এবং তাদেরকেও 'নিজেদের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করতে হবে' বলে সতর্ক করেন।
ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে স্প্যানিশ কোচ বলেন, 'এটা ছিল আন্তর্জাতিক বিরতির পরের স্বাভাবিক প্রথমার্ধ, এভারটনও কঠিন প্রতিপক্ষ ছিল, লং বল খেলেছে, রক্ষণে ছিল মজবুত। তবে আমরা একবার তাদের ছন্দ ভাঙতে পারার পরই খেলা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে।'
Comments