এক জয়ে সিটি ফিরে এসেছে বলা যাবে না: গার্দিওলা

উলভারহ্যাম্পটনের মাঠে মৌসুমের প্রথম ম্যাচেই ঝলসে উঠল ম্যানচেস্টার সিটি। শনিবার মলিনিউক্সে ৪-০ গোলের দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করল পেপ গার্দিওলার দল। গ্যালারিতে কয়েক হাজার সিটি সমর্থক গেয়ে উঠল, 'সিটি ইস ব্যাক'। কিন্তু কোচ গার্দিওলা শীতল মাথায় সতর্ক করলেন, একটি জয় মানেই পুরোনো ছন্দে ফেরার নিশ্চয়তা নয়।

টানা চারবার লিগ শিরোপা জয়ের পর গত মৌসুমে হতাশাজনকভাবে তৃতীয় স্থানে শেষ করে সিটি। এক পর্যায়ে তো তাদের অবস্থান ছিল আরও নিচে। মাঝে জিততেই ভুলে গিয়েছিল দলটি। তাই নতুন মৌসুমে উজ্জ্বল সূচনাতেও গার্দিওলা ধৈর্য ধরতে বললেন, 'শুরুটা ভালো ফল, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়। গত মৌসুমেও আমরা চেলসির বিপক্ষে ২-০ জয়ে শুরু করেছিলাম, তারপর কী হয়েছিল দেখেছেন। এখনো অনেক পয়েন্ট বাকি।'

দল এখন খেলছে কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতিতে, যিনি বিদায় নিয়েছেন এক যুগ পর। ইনজুরিতে বাইরে ব্যালন ডি'ওর জয়ী রদ্রি, আর গত সপ্তাহে জ্যাক গ্রিলিশ ধারে যোগ দিয়েছেন এভারটনে। গুজব চলছে গোলরক্ষক এদেরসন যাচ্ছেন তুরস্কে; অসুস্থতার কারণে তিনি খেলেননি এই ম্যাচে।

তবে নতুনদের পারফরম্যান্সে বেশ খুশি গার্দিওলা। সিরি আ থেকে আসা টিজিয়ানি রেইনডার্স ও তরুণ রায়ান চেরকি দুজনেই গোল করেছেন, আর গোলপোস্টে ছিলেন তরুণ জেমস ট্র্যাফোর্ড।  স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোচ বললেন, 'টিজিয়ানি অসাধারণ খেলোয়াড়, দারুণ রিদম আছে ওর মধ্যে। নতুন খেলোয়াড়রা এসেছে, স্কোয়াড বড় হয়েছে। এখন আমাদের পুরো স্কোয়াড ব্যবহার করতে হবে, কারণ মৌসুমটা দীর্ঘ।'

তবে অতিরিক্ত বড় স্কোয়াড নিয়েও খানিকটা অস্বস্তি প্রকাশ করলেন সিটি বস, 'অনেক বেশি খেলোয়াড়। এটা ভালো নয়। আজ এদেরসন ছিল না, রদ্রি, ফিল ফোডেন, কোভাচিচ, সাভিনহো, জোস্কো—কেউ খেলেনি। বেঞ্চে ছিল নাথান (আকে), গুন্দোগান। এত খেলোয়াড় থাকলে সবাইকে খেলানো সম্ভব হয় না, এতে দলের আবহাওয়ায় সমস্যা হয়। দুই সপ্তাহের মধ্যে ক্লাব খেলোয়াড় ও এজেন্টদের সঙ্গে কথা বলবে সমাধানের জন্য। স্কোয়াড ছোট করতে হবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago