ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন সেমেনিও!
জানুয়ারিতে সম্ভাব্য দলবদলে বোর্নমাউথ ফরোয়ার্ড অঁতোয়ান সেমেনিওর আলোচনা এখন বেশ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। ক্লাবঘনিষ্ঠ সূত্র মতে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানার ক্ষেত্রে নিজেদের অবস্থানকে শক্ত মনে করছে সিটি।
সূত্র জানায়, সেমেনিওকে ঘিরে প্রিমিয়ার লিগের আরও চারটি ক্লাব -ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, টটেনহ্যাম ও চেলসি খোঁজখবর নিয়েছে। তবে বোর্নমাউথ তারকার চুক্তিতে থাকা ৬৫ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় থাকায় আগ্রহী ক্লাবগুলোর জন্য বিষয়টি সহজ নয়।
ইউনাইটেডের আগ্রহ আপাতত স্তিমিত, কারণ তাদের ধারণা সেমেনিও শেষ পর্যন্ত পেপ গার্দিওলার দলেই যোগ দেবেন। চেলসি এই মুহূর্তে আগোনোর পথে হাঁটেনি। লিভারপুল প্রাথমিকভাবে শর্তাবলি যাচাই করেছে, আর আলেক্সান্ডার ইসাকের পা ভাঙার চোট পরিস্থিতি বদলে দিলে তারা আগ্রহ বাড়াতে পারে কি না, তা দেখার বিষয়। টটেনহ্যামকে এই দৌড়ে 'আউটসাইডার' হিসেবেই দেখা হচ্ছে।
২০২৩ সালে ব্রিস্টল সিটি থেকে বোর্নমাউথে যোগ দেওয়া ঘানার আন্তর্জাতিক ফরোয়ার্ড সেমেনিওর রিলিজ ক্লজটি কেবল জানুয়ারির প্রথম ১০ দিন কার্যকর থাকবে। গত জুলাইয়ে নতুন চুক্তিতে সই করানোর সময় তাকে ধরে রাখতেই এই শর্ত যুক্ত করা হয়েছিল। তবে গ্রীষ্মকালীন দলবদলে তার মূল্য কিছুটা কমতে পারে।
বোর্নমাউথ জানে, তাদের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে হারানোর ঝুঁকি আছে। তাই এমন কোনো প্রস্তাবে তারা আলোচনায় বসতে রাজি, যেখানে মৌসুমের শেষ পর্যন্ত সেমেনিওকে ক্লাবে থাকতে দেওয়া হবে। আর্থিক দিক থেকে আগ্রহী ক্লাবগুলোর প্রস্তাবিত পারিশ্রমিক প্যাকেজ প্রায় কাছাকাছি, ফলে চূড়ান্ত সিদ্ধান্তে সেমেনিওর ব্যক্তিগত ক্রীড়াভিলাষই সবচেয়ে বড় ভূমিকা রাখবে।
আগামী ৭ জানুয়ারি ২৬ বছরে পা দেবেন সেমেনিও। ক্যারিয়ারের সেরা সময়ে প্রবেশের এই মুহূর্তে তিনি এমন একটি প্রকল্পকে অগ্রাধিকার দেবেন, যেখানে দীর্ঘমেয়াদে বড় ট্রফির জন্য লড়াইয়ের বাস্তব সুযোগ আছে। পাশাপাশি পরিবারের ওপর প্রভাব ও অবস্থানও সিদ্ধান্তে প্রভাব ফেলবে। জানা গেছে, বিষয়টি তিনি দীর্ঘসূত্রতায় নিতে চান না।
বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলা বলেন, 'ওকে ঘিরে অনেক গুঞ্জন আছে, আমি জানি। কিন্তু আমার চিন্তা একটাই, এগুলো যেন তার পারফরম্যান্সে প্রভাব না ফেলে। সেটি হচ্ছে না। সে দলের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমি অবশ্যই তাকে হারাতে চাই না। তবে ট্রান্সফার উইন্ডো খুললে কী হবে, কেউই নিশ্চিত বলতে পারে না।'


Comments