হালান্ডের জোড়া গোলও জেতাতে পারেনি ম্যানসিটিকে

চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় রাতে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোমাঞ্চকর এক ড্র তুলে নিয়েছে মোনাকো। বুধবার স্টাড লুইতে আর্লিং হালান্ডের প্রথমার্ধের জোড়া গোলও যথেষ্ট হয়নি পেপ গার্দিওলার দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দিতে।

১৫ মিনিটেই ইয়স্কো গভারদিওলের উঁচু পাস থেকে দারুণ লবে সিটিকে এগিয়ে দেন হালান্ড। তবে মাত্র তিন মিনিট পরেই জর্ডান তেজের অসাধারণ দূরপাল্লার শটে সমতায় ফেরে মোনাকো। বিরতির ঠিক আগ মুহূর্তে নিকো ও'রিলির ক্রস থেকে হেডে গোল করে আবারও দলকে এগিয়ে দেন হালান্ড।

ম্যাচের শেষভাগ পর্যন্ত জয় নিশ্চিত ভেবেছিল সিটি। কিন্তু ৯০তম মিনিটে মোনাকোর এক ফ্রি-কিকে নিকো গনসালেসের হাই বুটে এরিক ডায়ারের সঙ্গে সংঘর্ষ হয়। দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। সেখান থেকেই ডায়ার ঠান্ডা মাথায় জিয়ানলুইজি দোন্নারুমাকে ভুল পথে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

এই জোড়া গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৫২। ইউরোপের এলিট প্রতিযোগিতায় গোলের অর্ধশতক পেরোনো সবচেয়ে দ্রুতদের একজন হয়ে গেলেন তিনি। গত সপ্তাহেই বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছিলেন নরওয়েজিয়ান এই তারকা।

২০১৭ সালের স্মরণীয় লড়াইয়ের পর এটি ছিল দুই দলের প্রথম সাক্ষাৎ। তখন ৬-৬ অ্যাগ্রিগেট স্কোরে অ্যাওয়ে গোল নিয়মে জয় পেয়েছিল মোনাকো। সেই দলে ছিলেন কিশোর কিলিয়ান এমবাপে এবং বর্তমান সিটি অধিনায়ক বের্নার্দো সিলভা। গ্যালারিতে এদিন ছিলেন নতুনভাবে মোনাকোয় যোগ দেওয়া ফরাসি মিডফিল্ডার পল পগবা, যিনি এখনো ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন।

এই ড্রয়ে চলতি আসরে প্রথম পয়েন্ট পেল মোনাকো। অন্যদিকে, নাপোলিকে হারানো সিটি দুই ম্যাচ শেষে সংগ্রহ করল ৪ পয়েন্ট। জয় হাতছাড়া হলেও, হালান্ডের ধারাবাহিক গোল পাওয়া গার্দিওলার দলের জন্য বড় স্বস্তি।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

6h ago