হালান্ডের নতুন কীর্তি, গার্দিওলার বিশ্বাস ছাড়িয়ে যাবেন রোনালদোকেও

আবারও ইতিহাস লিখলেন ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের তারকা আর্লিং হালান্ড। বৃহস্পতিবার নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির ২-০ গোলের জয়ে নরওয়েজিয়ান স্ট্রাইকার ভাঙলেন আরও একটি রেকর্ড।

২৫ বছর বয়সী হালান্ড হয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম ৫০ গোলদাতা। মাত্র ৪৯ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। যেখানে আগের রেকর্ড ছিল রুড ফান নিস্টেলরয়ের, যিনি ৬২ ম্যাচে ৫০ গোল করেছিলেন। ৫৬ মিনিটে ফিল ফোডেনের নিখুঁত ফ্লিক থেকে হালান্ডের হেডে গোল এনে দেয় এই রেকর্ড।

ম্যাচ শেষে পেপ গার্দিওলা তার শিষ্যকে তুলনা করলেন রোনালদো-মেসির সঙ্গে। কোচের ভাষায়, 'সংখ্যাই সব বলে দেয়। ভ্যান নিস্টেলরয়, লেভানডফস্কির মতো স্ট্রাইকারদের পাশে হালান্ড দাঁড়িয়ে গেছে। তবে বিশেষ করে ক্রিস্তিয়ানো আর মেসির সঙ্গে তুলনা করতে হবে, যারা ১৫–২০ বছর ধরে আধিপত্য করেছে। গোল করার দিক থেকে হালান্ড অসাধারণ।'

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর সংগ্রহ ১৪০ গোল। হালান্ড কি একদিন সেই রেকর্ড ভাঙতে পারবেন? এমন প্রশ্নে গার্দিওলার উত্তর ছিল নিশ্চিত, 'যদি এই ছন্দ ধরে রাখতে পারে, অবশ্যই। সামনে আরও ১০–১২ বছর খেলতে পারবে। এভাবে চললে কোনো সন্দেহ নেই।'

শুধু হালান্ড নন, গার্দিওলার প্রশংসা কুড়িয়েছেন ফিল ফোডেনও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত খেলা ফোডেন নাপোলির বিরুদ্ধেও ছিলেন উজ্জ্বল। এক সময় প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া এই তরুণ মাঝেমধ্যেই ফর্ম হারিয়েছিলেন। তবে কোচের মতে, এখন আবার আগের সেই ফোডেনে ফিরে এসেছেন তিনি।

গার্দিওলা বললেন, 'আপনি কল্পনাও করতে পারবেন না, ফিলকে আমরা কতটা মিস করেছি। শেষ দুই ম্যাচে ওর ভেতরের আসল প্রতিভা ফুটে উঠেছে। যখন আমরা পরপর চতুর্থ লিগ শিরোপা জিতেছিলাম, তখনও ফিলই ছিল প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।'

ফোডেনকে নিয়ে গার্দিওলার ব্যাখ্যা, 'ও খুব স্পর্শকাতর একজন খেলোয়াড়। ভালোবাসা, আলিঙ্গন, আশেপাশের সবার কাছ থেকে বিশ্বাস—এসব পেলেই ফিল তার প্রাকৃতিক প্রতিভা পুরোটা দেখাতে পারে। আর এখন আমরা আবার সেই ফিলকেই পাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago