রিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জিতবে বার্সা, বললেন পিএসজি কোচ

মৌসুমের শেষ এল ক্লাসিকো ম্যাচে আজ ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচেই অনেকটা নির্ভর করবে কাদের হাতে উঠতে যাচ্ছে এবারের লা লিগা শিরোপা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বার্সেলোনা সহজেই ম্যাচ জিতে যাবে বলে মনে করেন দলটির সাবেক ও বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) দায়িত্বে থাকা লুইস এনরিকে।

বার্সেলোনার প্রতি অবশ্য বরাবরই ভালোবাসা প্রকাশ করে আসছেন এই স্প্যানিশ কোচ। সপ্তাহের মাঝামাঝি সময়ে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পর এনরিকে কোনো লুকোচুরি না করে জানিয়ে দেন তার "ব্লাউগ্রানা" শিকড়ের কথা।

বার্সেলোনার প্রতি অটুট ভালোবাসা জানিয়ে বলেন, 'বার্সার প্রতি আমার ভালোবাসা কখনোই মুছে যাবে না। আমি এমন একটি অতীতের অংশ, যেটা নিয়ে আমি ভীষণ গর্বিত।'

প্যারিসে বর্তমান দায়িত্বে থাকা সত্ত্বেও তার আনুগত্য যে কোথায়, তা নিয়ে কোনো দ্বিধা রাখেননি। আজকের এল ক্লাসিকোর ফলাফল নিয়ে জানতে চাইলে তিনি সাহসী ভবিষ্যদ্বাণী করেন, 'এটা ৩-০ গোলে বার্সার সহজ জয় হবে।'

২০১৫ সালে বার্সেলোনার সবশেষ ট্রেবলটি এসেছিল এনরিকের হাত ধরেই। এই ট্রেবল জয়ই তার কোচিং ক্যারিয়ারের বড় একটি অধ্যায় গড়ে দিয়েছে। তার মতে, হান্সি ফ্লিকের দল রিয়াল মাদ্রিদের উপর একতরফা আধিপত্য দেখাতে সক্ষম।

তবে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, এনরিকে স্বীকার করেছেন, বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় একরকম স্বস্তি পেয়েছেন তিনি, 'বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা আমার জন্য সবচেয়ে খারাপ ব্যাপার হতো। সবচেয়ে খারাপ। আমরা যদি না থাকতাম, আমি চাইতাম বার্সা ফাইনালে উঠুক এবং জয়ী হোক।'

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

2h ago