ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়া দলে ছয় পেসার

আগামী মাসে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য পরিচিত মুখেই ভরসা রেখেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে ছয় জন পেসার রেখেছেন তারা, যার নেতৃত্ব দেবেন গতিময় পেসার কাগিসো রাবাদা। সম্প্রতি এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এই পেসার।

ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় গত ৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত নিষেধাজ্ঞায় পড়েন রাবাদা। এরপর তিনি খেলার জন্য আবার অনুমোদন পান। গত ৬ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের আইপিএল ম্যাচের জন্য নির্বাচনের উপযোগী ছিলেন তিনি, কিন্তু খেলেননি। ছয় পেসারের মধ্যে আছেন লুংগি এনগিডিও, যিনি গত আগস্টের পর থেকে কোনো টেস্ট খেলেননি।

দলে জায়গা হয়নি জেরাল্ড কোতজিয়া ও ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার কুয়েনা মাফাকার, যার পাকিস্তানের বিপক্ষে নিউল্যান্ডসে অভিষেক হয়েছিল। চোটের কারণে নেই আনরিখ নরকিয়া। একই অবস্থা নানদ্রে বার্গারেরও। তবে দলে সুযোগ পেয়েছেন ডেন প্যাটারসন, যিনি ঘরোয়া ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সফলতার বড় অংশ ছিলেন এবং বর্তমানে মিডলসেক্সের হয়ে খেলছেন।

রয়েছেন দুই স্পিনার — কেশব মহারাজ এবং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। মুথুসামি নিয়মিত স্কোয়াডে থাকলেও গত অক্টোবরে বাংলাদেশের সফরের পর আর খেলেননি।

ব্যাটিং লাইনআপেও রয়েছে পরিচিত মুখ। এইডেন মার্করাম, টনি ডি জোরজি, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস এবং বাভুমা আছেন স্কোয়াডে। চোট কাটিয়ে ফিরেছেন ডেভিড বেডিংহাম।

এদিকে বর্তমানে রাবাদা, এনগিডি, মার্করাম, ইয়ানসেন, রিকেলটন, করবিন বোশ, উইয়ান মুল্ডার ও স্টাবস আইপিএল খেলতে রয়েছেন ভারতে। এই খেলোয়াড়রা কবে ফিরবেন তা জানায়নি ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে ঘোষণায় জানানো হয়েছে, সবাই ৩১ মে'র মধ্যে ইংল্যান্ডে যোগ দেবেন।

প্রাথমিকভাবে ২৫ মে পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিল আইপিএল খেলোয়াড়দের। আইপিএল এখন ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, আর ওই দিনই আরুন্ডেলে জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আইপিএলে না থাকা খেলোয়াড়রা ৩০ মে দক্ষিণ আফ্রিকা ছাড়বেন।

দক্ষিণ আফ্রিকার দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোশ, টনি ডি জোরজি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুংগি এনগিডি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body taken to Parliament Complex ahead of janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

3h ago